ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম আমেরিকান হিসেবে বেয়ার্নের জার্সিতে গোল করার কৃতিত্ব দেখালেন জুলিয়ান গ্রিন

শেষ ষোলোয় বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৬:২৭, ২৮ অক্টোবর ২০১৬

শেষ ষোলোয় বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান কাপের বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলছে তারা। বুধবার অগসবার্গকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে বেয়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে এদিন তারা ৩-১ গোলে হারায় অগসবার্গকে। নিজেদের মাঠ আর সমর্থকদের সামনে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বেয়ার্ন মিউনিখ। স্বাগতিক সমর্থকদের গোল উচ্ছ্বাসের জোয়ারে ভাসাতে বেয়ার্ন সময় নেয় মাত্র ২ মিনিট। দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেয়ার কাজটা করেন অধিনায়ক ফিলিপ লাম। প্রথমার্ধের শেষ মুহূর্তে বেয়ার্নের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান গ্রিন। এই গোলের সৌজন্যে নতুন একটা মাইলফলকও স্পর্শ করে ফেলেন তিনি। প্রথম আমেরিকান ফুটবলার হিসেবে বেয়ার্ন মিউনিখের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার কীর্তি গড়েন গ্রিন। গত ডিসেম্বরের পর বেয়ার্নের জার্সিতে এটাই তার প্রথম ম্যাচ। আর এদিনই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে নজর কাড়েন তিনি। বিরতিতে যাওয়ার আগে থমাস মুলারের ক্রস থেকে হেডে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন গ্রিন। বেয়ার্ন মিউনিখের আমেরিকান তারকার জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা কিউবা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতিম্যাচে খেলার জন্য এ মাসেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, উভয় ম্যাচে গোলও করেছেন গ্রিন। এবার ক্লাবের জার্সিতেও আলো ছড়াতে পারায় নিঃসন্দেহেই তার দিকে আলাদা করে দৃষ্টি রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ জার্গেন ক্লিন্সম্যান। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী মাসেই যে মেক্সিকো এবং কোস্টারিকার মুখোমুখি হবে তার দল। যেখানে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে জুলিয়ান গ্রিনের। অগসবার্গের জালে শেষ পেরেকটি ঠুকে দেন বেয়ার্নের ডেভিড আলবা। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩) গোল করেন তিনি। এর আগে ৬৮ মিনিটে অবশ্য সান্ত¡নার একটি গোল করেছিলেন অগসবার্গের জি ডং উন। এই ম্যাচে দলের সেরা তারকা আরিয়েন রোবেন, আর্তুরো ভিদাল, জাভি এ্যালানসো এবং রবার্ট লেভানডোস্কিকে সাইডলাইনে রেখে নবীনদের সুযোগ করে দেন ক্লাবটির অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। তবে শিষ্যদের প্রথমার্ধের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচের শেষের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমরাই নিয়ন্ত্রণ করেছি ম্যাচের। কিন্তু বিরতির পর আমরা তেমন ভাল খেলতে পারিনি। চোট কাটিয়ে হোলজার বেডস্টুবার ফিরেছে তাতে আমি খুবই আনন্দিত। মাঠে নামার জন্য সে অনেক পরিশ্রম করেছে।’
×