ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুস্থ হয়ে উঠছেন সাব্বির

প্রকাশিত: ০৬:২১, ২৭ অক্টোবর ২০১৬

সুস্থ হয়ে উঠছেন সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম টেস্টে পেটের ব্যথা ভুগিয়েছে সাব্বির রহমান রুম্মনকে। এরপরও খেলা চালিয়ে গেছেন। দুর্দান্ত ব্যাটিংও করেছেন। সেই ব্যথা নিয়েই মঙ্গলবার দলের সঙ্গে ঢাকায় এসেছেন। বুধবার বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনুশীলন করেছেন। কিন্তু সাব্বির অনুশীলনও করেননি। এই যে অনুশীলন করেননি, এর পেছনে সুস্থ হওয়ার পরিকল্পনাই আছে। সুস্থ হয়ে উঠছেনও সাব্বির। ঢাকা টেস্টে খেলার আশাতেও আছেন। ফিজিও বায়েজিদুল ইসলামই সেই আশা দেখালেন। বললেন, ‘সাব্বির রহমান কদিন ধরেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিল। পেটে খুব ব্যথা হচ্ছিল। চট্টগ্রামেই তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছিল। সেখানেও চিকিৎসক দেখান হয়েছিল। টেস্ট করান হয়েছিল। কিছু ফাইন্ডিংস ছিল। কাল (মঙ্গলবার) ঢাকায় আসার পরপরই আবার এ্যাপোলোতে চিকিৎসকের সঙ্গে কথা বলি। আজ (বুধবার) তার এন্ডোসকপি টেস্ট করান হয়েছিল। আমরা যা সন্দেহ করেছিলাম, তেমন কোন সমস্যা নেই। সাধারণ গ্যাস্টিকের সমস্যা, পেপটিক আলসারের সমস্যা না। চিকিৎসক ওকে কিছু পরামর্শ দিয়েছে, কোন্ কোন্ খাবার খাবে, কেমন হবে তার খাদ্যাভ্যাস। আজ (বুধবার) যেহেতু এন্ডোসকপি হয়েছে, অনুশীলনটা অফ রাখা হয়েছে। কাল (আজ) থেকে সাধারণ অনুশীলন থেকে শুরু করে সবই করতে পারবে সাব্বির। এই মুহূর্তে চিকিৎসকদের এতটুকুই পর্যবেক্ষণে আছে। আর ওর ব্যথার মাত্রাও কমে গেছে। ইনশাআল্লাহ এর মধ্যে ঠিক হয়ে যাবে।’ বায়েজিদ আশা দেখাচ্ছেন। তার আশাতেই ঢাকা টেস্টে সাব্বিরের খেলার আশাও টিকে রইল। দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে আজ শেষদিনের মতো অনুশীলন করবে বাংলাদেশ দল। সেই অনুশীলনে সাব্বির থাকা মানেই হচ্ছে ঢাকা টেস্টে খেলবেন। আর না থাকলেই বোঝা যাবে, খেলার সম্ভাবনা নেই। তখন মোসাদ্দেক হোসেন সৈকতের ওপরই ভরসা করতে হবে। অবশ্য এখনই সাব্বিরের ওপর থেকে ভরসা ছাড়তে নারাজ দল। কারণ একটাই। প্রথম টেস্টে যে জয়ের আশা সাব্বিরই টিকিয়ে রেখেছিলেন। চট্টগ্রাম টেস্টে কি দারুণ ব্যাটিংই না করেছেন সাব্বির। প্রথম ইনিংসে ১৯ রান করে আউট হয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৪ রান করেন। তার এ ইনিংসেই যে জেতার কাছাকাছি যায় বাংলাদেশ। তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম যদি উইকেট আঁকড়ে থাকতে পারতেন, তাহলে বাংলাদেশের হাতেই জয় ধরা দিত। কিন্তু ২২ রানে শেষ পর্যন্ত হার হয়। সেই দুঃখ সাব্বিরকেই বেশি ছুঁয়ে যায়। শেষটা যে করতে পারলেন না। আর তাই হাঁটু গেড়ে বসেই পড়েন সাব্বির। তাকে সান্ত¡Íনা দেন ইংলিশ ক্রিকেটাররা। সেই সাব্বিরই এখন ঢাকা টেস্টে খেলতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। পেটের ব্যথায় ভুগছিলেন। সেটি ছিল সাধারণ গ্যাস্টিক। এখন সেই গ্যাস্টিক সেরে যাচ্ছে। আগের চেয়ে অনেক ভাল আছেন সাব্বির। সেই ভাল থাকা আরেকটু বাড়লেই ঢাকা টেস্টে সাব্বিরকে একাদশে দেখা যাবে।
×