ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

প্রকাশিত: ০৫:৫৭, ২৭ অক্টোবর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ভ্যানযাত্রী, বরিশালে মোটরসাইকেল আরোহী ও পথচারী, গোবিন্দগঞ্জে বাসযাত্রী এবং কটিয়াদিতে টমটম আরোহী নিহত হয়েছেন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর- বগুড়া ॥ মঙ্গলবার রাতে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার মুরইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মুনছুর (৪০) নিহত এবং কমপক্ষে তিনজন আহত হয়েছে। পুলিশ জানায়, রাত ১০টার দিকে বগুড়ার দিকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিকগামী শ্যালোমেশিন চালিত ভটভটি ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুনছুর মারা যান। বরিশাল ॥ সদর উপজেলার চরকাউয়া বরইতলা এলাকায় বুধবার সকাল দশটার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় সজীব হাওলাদার (২৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সজীব চরবাড়িয়া এলাকার মোশারফ হাওলাদারের ছেলে। এ দুর্ঘটনায় সজল নামের আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, চরকাউয়া থেকে মোটরসাইকেলে সজীব ও সজল রানীরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় লাহারহাটগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। অপরদিকে আগৈলঝাড়া- গোপালগঞ্জ মহাসড়কের পয়সারহাট ব্রিজের ঢালে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত পথচারী হরেন বাড়ৈ (৫৫) রাতে শেবাচিমে মারা গেছেন। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ পৌরসভার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টায় মালবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৫৪) নামে এক বাসযাত্রী নিহত হয়েছে। এ সময় ১৩ যাত্রী আহত হয়। নিহত জহুরুল ইসলামের বাড়ি পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামে । স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে নান্নু এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস বগুড়া যাচ্ছিল। বাসটি গোবিন্দগঞ্জের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কিশোরগঞ্জ ॥ কটিয়াদীতে দুই টমটমের সংঘর্ষে টমটম আরোহী মালে মাহমুদের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় দুটি টমটমের একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর আবু তাহের নামে টমটম চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
×