ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুয়া এএসপি গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৪, ২৬ অক্টোবর ২০১৬

ভুয়া এএসপি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সাগর মিয়া (৪৫) নামে এক ভুয়া এএসপিকে গ্রেফতার করছে ঢাকা মেট্রোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এএসপি সাগর নামে ভিজিটিং কার্ড, একটি সিল, নকল জাতীয় পরিচয়পত্র ও দুইজন কনস্টেবল পদে চাকরি প্রত্যাশীর বায়োডাটাসহ প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পিবিআই সূত্র জানায়, গ্রেফতারকৃত সাগর মিয়ার বিরুদ্ধে সহকারী পুলিশ সুপারের (এএসপি) পরিচয় ব্যবহার করে কনস্টেবল পদে চাকরি দেয়া ও জমিজমা উদ্ধার করে দেয়ার নামে বিভিন্ন লোকজনকে প্রতারিত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। পিবিআই সূত্র জানায়, গ্রেফতারকৃত সাগরের প্রকৃত নাম মজিবর মুন্সি। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালীর পাইককান্দি গ্রামে।
×