ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সি আর সেভেনের হাতে ব্যালন ডি’অর দেখছেন রাউল, বিশ্রামে এমএসএন ত্রয়ী

গোলখরা নিয়ে চিন্তিত নন রোনাল্ডো!

প্রকাশিত: ০৬:৩০, ২৬ অক্টোবর ২০১৬

গোলখরা নিয়ে চিন্তিত নন রোনাল্ডো!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের অন্যতম কঠিন সময় অতিবাহিত করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সময়ের অন্যতম সেরা এই ফুটবলার কিছুতেই প্রতিপক্ষের জাল খুঁজে পাচ্ছেন না। এ কারণে সমালোচনায় জর্জরিত রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। তবে রোনাল্ডো গোলখরা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন তার ক্লাব সতীর্থ মার্সেলো। সাক্ষাতকারে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার আশাবাদী সুরে জানিয়েছেন, শীঘ্রই চেনা রূপে ফিরবেন সি আর সেভেন। রিয়ালে রোনাল্ডোর গুরুত্ব তুলে ধরে মার্সেলো বলেন, রোনাল্ডো গোল করতে চায়। শুধু গোল দিয়ে নয়, মাঠের ভেতরের কাজ দিয়েও সে আমাদের অনেক সাহায্য করে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, আমার কাছে তাকে উদ্বিগ্ন দেখাচ্ছে না, শুধু মনে হচ্ছে সে একজন স্ট্রাইকার এবং সে গোল করতে চায়। লা লিগায় ছয় ম্যাচে মাত্র দুই গোল করেছেন রোনাল্ডো। এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে সবশেষ ম্যাচে নষ্ট করেছেন অনেক সুযোগ। তবে তারকা এই ফরোয়ার্ড গোলখরা নিয়ে উদ্বিগ্ন নন কেউই। রিয়াল কোচ জিনেদিন জিদানও সি আর সেভেনের পাশে আছেন। এদিকে গোলখরায় থাকলেও সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রাউল গঞ্জালেস মনে করছেন, ২০১৬ সালের ব্যালন ডি’অর জিতবেন রোনাল্ডো। তাছাড়া তারকা এই ফরোয়ার্ডের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মনে করছেন সাবেক স্প্যানিশ তারকা। ব্যালন ডি’অরের জন্য ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। রোনাল্ডোর পাশাপাশি পুরস্কারটি জয়ের দৌড়ে এগিয়ে আছেন বার্সিলোনার আক্রমণভাগের ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। এছাড়া এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী তারকা এ্যান্টোনিও গ্রিজম্যানও জোরালো দাবিদার। সাক্ষাতকারে এ প্রসঙ্গে রাউল বলেন, আমি মনে করি, রোনাল্ডো ব্যালন ডি’অর জিতবে। আমি মনে করি লড়াইটা হবে রোনাল্ডো, মেসি আর গ্রিজম্যানের। সি আর সেভেনকে ফেবারিট আখ্যা দিয়ে তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লীগ আর ইউরো ২০১৬ অনেক গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি মনে করি এটা রোনাল্ডোর বছর। ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জেতে রোনাল্ডোর পর্তুগাল। তার আগে এ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে জেতান চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে রিয়ালে নাম লেখানোর পর স্পেনের সফলতম দলটির হয়ে ম্যাচপ্রতি একটির বেশি গোল করেছেন রোনাল্ডো। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৯ ম্যাচে তার গোল মাত্র চারটি। এই গোলখরা নিয়ে রাউল বলেন, রোনাল্ডো যা করে যাচ্ছে তা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত। মৌসুম প্রতি সে ৫০টি করে গোল করে। আমি ২০ গোল করতেই লড়াই করতাম। তার ব্যক্তিত্ব দারুণ আর সে সাফল্যের জন্য ক্ষুধার্ত। নিজের পারফর্মেন্স নিয়ে অন্য যে কারও চেয়ে সে নিজেই বেশি সমালোচনা করে। এদিকে চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার সিটি ও লা লিগায় ভালেন্সিয়াকে হারানোর পর দলের তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে তিনদিনের ছুটি দিয়েছেন বার্সিলোনা কোচ লুইস এনরিকে। দু’টি ম্যাচেই এমএসএন ত্রয়ী আলো ছড়ান। এ সপ্তাহে কাতালানদের গুরুত্বপূর্ণ ম্যাচ নেই। ?সুপার কাপে আগামী মঙ্গলবার এস্পানিওলের বিরুদ্ধে খেলবে বার্সা। এই ম্যাচের জন্য ‘বি’ দলের খেলোয়াড়দেরই প্রাধান্য দিচ্ছেন বস এনরিকে।
×