ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চৌগাছার তিন ইউনিয়নে চাল বিক্রি শুরু হয়নি

প্রকাশিত: ০৪:০৩, ২৬ অক্টোবর ২০১৬

চৌগাছার তিন ইউনিয়নে চাল বিক্রি শুরু হয়নি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় তিন ইউনিয়নের গরিবরা এখনও দশ টাকার চাল পাননি। ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে চাল বিক্রি শুরুর কথা থাকলেও চৌগাছার তিনটি ইউনিয়নে ২৫ অক্টোবর পর্যন্ত বিক্রির কার্যক্রম শুরু হয়নি। কর্তৃপক্ষ বলছে, শীঘ্রই চাল বিক্রি শুরু হবে। সরকার সারাদেশে গরিবদের মাঝে সেপ্টেম্বর মাস থেকে দশ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরুর নির্দেশ দেয়। কিন্তু চৌগাছা উপজেলার পাতিবিলা, হাকিমপুর ও স্বরুপদাহ ইউনিয়নে এখনও এ কার্যক্রম শুরু হয়নি। যার ফলে তিন ইউনিয়নের প্রায় পাঁচ হাজার গরিব পরিবার সরকারের দেয়া সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই তিন ইউনিয়নে চাল বিক্রির জন্য সাত ডিলার নিযুক্ত হয়েছেন। স্বরুপদাহ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার সানোয়ার হোসেন বকুল বলেন, আমরা এখনও তালিকা পাইনি। তালিকা পেলেই কার্যক্রম শুরু করব। বন্যহাতির আবাস সংরক্ষণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ অক্টোবর ॥ সীমান্তবর্তী ঝিনাইগাতী-শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার বনাঞ্চলে বন্যহাতির আবাসস্থল সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ‘জনউদ্যোগ’ নামের একটি নাগরিক সংগঠনের উদ্যোগে শেরপুর কালেক্টরেট চত্বরে ‘হাতি বাঁচাও, মানুষ বাঁচাও’ সেøাগানে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ ছাড়াও সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও), উদীচী, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, শেরপুর ডিবেটিং ক্লাব, জেলা মহিলা পরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, মহিলা পরিষদ নেত্রী নাসরিন বেগম ফাতেমা, আঞ্জুমান আরা যুথী, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুত প্রমুখ। নেত্রকোনা-কলমাকান্দা সড়কে যান চলাচল বন্ধ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ অক্টোবর ॥ মঙ্গলবার ভোরে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের মাঝে গুমাই নদীর ওপর বেইলি সেতুর পাটাতন সরে গেছে। জানা গেছে, অতিরিক্ত বালু বোঝাই ট্রাক চলাচলের কারণে মঙ্গলবার ভোরে গুমাই নদীর ওপর বেইলি সেতুর চারটি পাটাতন সরে যায়। এরপর থেকে ওই সেতুর ওপর দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। জলবায়ুবিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ম্যানগ্রোভ ফর ফরেস্টের (এমএফএফ) ১৩তম আঞ্চলিক পরিচালনা কমিটির দুই দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এমএফএফের বাংলাদেশ সেক্রেটারিয়েট যৌথভাবে এবারের কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে সায়মান বিচ রিসোর্টের মেরিনা বল রুমে এ কর্মশালা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশার্রফ হোসেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি উপস্থিত ছিলেন। বাল্যবিয়ে ॥ বর কারাগারে নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ অক্টোবর ॥ ভাঙ্গায় বিয়ে করতে এসে জেলে গেল বর টুকু মুন্সী (২০)। মঙ্গলবার তাকে ফরিদপুর জেলখানায় পাঠিয়ে দেয় ভাঙ্গা থানা পুলিশ। টুকু মুন্সী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের কালাম মুন্সীর ছেলে। জানা যায়, সোমবার সন্ধ্যায় টুকু মুন্সী বর বেশে বিয়ে করতে যায় একই গ্রামের ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীক। খবর পেয়ে নির্বাহী হাকিম ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবিব পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর টুকু মুন্সীকে চার দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
×