ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্দরে শাশুড়ি হত্যাকান্ডের প্রধান আসামী জামাতা গ্রেফতার

প্রকাশিত: ২৩:২৬, ২৫ অক্টোবর ২০১৬

বন্দরে শাশুড়ি হত্যাকান্ডের প্রধান  আসামী জামাতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের লক্ষারচর এলাকায় ফরিদা বেগম হত্যা মামলার প্রধান আসামী জামাতা রলি খান (২৪) গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বন্দর থানা পুলিশ সোনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ হত্যাকান্ডের ঘটনায় পূর্বে জামাতার পিতা ফিরোজ খান ও তার বড় ভাই রাজু খানকে গ্রেফতার করে। জানা গেছে, গত ১১ অক্টোবর মদনগঞ্জ লক্ষারচর এলাকায় স্বামী-স্ত্রীর বিরোধের জের ধরে জামাতা রলি খান তার শাশুড়ি ফরিদা বেগমকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত ১৭ অক্টোবর সে মারা যায়। এ ঘটনার পর নিহতের ভাসুর অহিদ সরদার বাদী হয়ে জামাতা রলি খান, তার পিতা ফিরোজ খান ও বড় ভাই রাজু খানকে আসামী করে বন্দর থানায় মামলা করে। ঘটনার পর পর জামাতার পিতা ফিরোজ খান ও তার বড় ভাই রাজু খানকে গ্রেফতার করে। ঘটনার পর মূল আসামী রলি খান পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে বন্দর থানা পুলিশ জামাত রলি খানকে সোনাকান্দা এলাকা থেকে গ্রেফতার করে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ জামাতা রলি খানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
×