ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজউকের উচ্ছেদ অভিযানে ৬ প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:১২, ২৫ অক্টোবর ২০১৬

রাজউকের উচ্ছেদ অভিযানে ৬ প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় সোমবার উচ্ছেদ অভিযান চালিয়ে প্রাইম ব্যাংকসহ ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রাজউকের জোন-২ এর অধীনে পরিচালিত অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন জনকণ্ঠকে জানান, উত্তরায় ১১ নং সেক্টরের গরীবে নেওয়াজ এ্যাভিনিউতে ৩০নং হোল্ডিংয়ের সেট-ব্যাকে (আবশ্যিক উম্মুক্ত স্থান) অবৈধভাবে পরিচালিত রেস্টুরেন্ট মুসলিম বিরিয়ানী হাউজ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ২নং হোল্ডিংয়ের আবশ্যিক উন্মুক্ত স্থানের সামনের অংশে অনুমোদনহীন উত্তরা ফার্মা, মুসলিম সুইট্স এ্যান্ড বেকারী, আবিদ ফুডস্ ও একটি টায়ারের দোকান অপসারণ করা হয়। হোল্ডিং নং ১/বি কোয়ান্টাম প্রপার্টিজের পার্কিংয়ের জায়গায় নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। হোল্ডিং নং ১/সি শান্ত মারিয়ম ইউনিভার্সিটির পার্কিংয়ের জায়গায় অবৈধ অভ্যর্থনা কক্ষ ও অফিস কক্ষ নিজ দায়িত্বে অপসারণের জন্য ৭ দিন সময় দেয় ভ্রাম্যমাণ আদালত। একই এলাকার ১নং হোল্ডিংয়ের ভূ-তলে অনুমোদনহীন বাণিজ্যিক ব্যবহারের কারণে প্রাইম ব্যাংককে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং ৭ দিনের মধ্যে ব্যাংক ও একটি এটিএম বুথ নিজ দায়িত্বে অপসারণের জন্য মুচলেকা নেয়। ৭নং হোল্ডিংয়ের ভূ-তলে অবৈধভাবে পরিচালিত এ্যাবাকাস কনভেনশন সেন্টার ভেঙ্গে পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করা হয়। ৫নং হোল্ডিংয়ের আবশ্যিক উন্মুক্ত স্থানের সামনের অংশে অনুমোদনহীন যমুনা ব্যাংকের একটি এটিএম বুথ নিজ দায়িত্বে সরিয়ে নেবে মর্মে মৌখিকভাবে সময় নেয় কর্তৃপক্ষ। ৯নং হোল্ডিংয়ের ৫টি এ্যাপার্টমেন্টে আবাসিকের পরিবর্তে বাণিজ্যিক ব্যবহারের দায়ে এমএস নোভা ওভারসীজ, ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট, রহমান ডেন্টাল কেয়ার, দি ওয়ান সফট্ কম্পিউটার ট্রেনিং সেন্টার ও স্টাডি এবরোড এ্যান্ড ট্রাভেল এক্সপ্রেস নামে পাঁচ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ওই ভবনের আবশ্যিক উন্মুক্ত স্থানের ডাচ্ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ সরিয়ে নেয়ার জন্য মুচলেকা নেয়া হয়।
×