ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোচনা সভায় ফখরুল কাউন্সিলে প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক

প্রকাশিত: ০৫:৩৮, ২৫ অক্টোবর ২০১৬

আলোচনা সভায় ফখরুল কাউন্সিলে প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক

স্টাফ রিপোর্টার ॥ ‘বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। আগামীবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে’Ñ আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এ বক্তব্যকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেছে তাদের লক্ষ্য কী এবং তারা কী চায়? তাঁর কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে দেশে গণতন্ত্রের ভবিষ্যত কী। সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আফসার আহমেদ স্মৃতি ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ সভানেত্রী বিদেশী মেহমানদের কাছে জোরগলায় বলেছেন আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তারা গণতন্ত্রকে বিকশিত করতে চায়। অথচ তারা অনৈতিকভাবে দেশ শাসন করছে। দেশের গণতন্ত্রের স্তম্ভ ভেঙ্গে দিয়েছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার, মতামত প্রকাশের অধিকার, সভা সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতে প্রতি মুহূর্তে মিথ্যাচার ও অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তিনি আগামী নির্বাচন প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন কাউন্সিল অনুষ্ঠানে। এ সরকারের আবার ভোটের দরকার কী। গতবার তো তারা দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিনাভোটে ক্ষমতায় এসেছে। বলে দিলেই তো হয় আমরা ৫ বছরের জন্য ক্ষমতায় চলে গেলাম। তাহলে তো এত নাটকের প্রয়োজন হয় না। তিনি বলেন, বর্তমান সরকার একটা কর্তৃত্বপরায়ণ সরকার। প্রতি মুহূর্তে তারা মিথ্যাচার করছে। স্বাধীনতাযুদ্ধের পর ক্ষমতায় থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের দুঃশাসনের কারণে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে। তখন তারা সবক্ষেত্রে ব্যর্থ হয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। আজ যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, বিভিন্ন ব্যাখ্যাও পাল্টেছে। সেই সঙ্গে পাল্টেছে গণতন্ত্রেরও ব্যাখ্যা। এখন তারা বলছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। তিনি বলেন, সম্মেলনে আরেকটি কথা আসছে তা হলোÑ এ্যাফেক্টিভ গবর্মেন্ট। অর্থাৎ যারা অত্যাচার-নির্যাতন করে, দমননীতি চালিয়ে বিরোধী দলকে নিশ্চুপ করে রাখতে পারে, সেই সরকার হচ্ছে এ্যাফেক্টিভ গবর্মেন্ট। এই এ্যাফেক্টিভ সরকারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জনের মূল চেতনা ছিল, এ সরকার সেই চেতনাকে হরণ করেছে। এখন স্বপ্ন দেখছে, ’৪১ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় বক্তব্য দেনÑ সংগঠনের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
×