ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিজিটাল ওয়ালেট ‘জিপে’ নিয়ে এলো গ্রামীণফোন

প্রকাশিত: ০২:১২, ২৪ অক্টোবর ২০১৬

ডিজিটাল ওয়ালেট ‘জিপে’ নিয়ে এলো গ্রামীণফোন

স্টাফ রিপোর্টার ॥ গ্রাহকদের আরও উন্নত ও ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে নতুন ব্রান্ড নামে পুনরায় ওয়ালেট সেবা চালু করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের বিদ্যমান সকল ধরণের পেমেন্ট সেবা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে পাওয়া যাবে ‘জিপে’র মাধ্যমে। নতুন এই অ্যাপটি ব্যবহার করে গ্রামীণফোনের গ্রাহকেরা সহজেই পরিশোধ করতে পারবেন তার ইউটিলিটি বিল, ফেক্সিলোড ছাড়াও ঘরে বসেই কাটতে পারবেন ট্রেনের টিকেট। সোমবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘জিপে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে এসব তথ্য জানানো হয়। এসময় গ্রামীণফোনের হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এরওয়ান গিলেবার্ট, হেড অব কমিউনিকেশনস নেহাল আহমেদ, চিফ করপোরেট অফিসার মাহমুদ হোসেন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জেনারেল ম্যানেজার আবুল খায়েরসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ গৃহস্থালির অন্যান্য বিল পরিশোধ (ইউটিলিটি বিল), ট্রেনের টিকেট কেনা, ব্যাংক একাউন্ট অথবা মোবিক্যাশ আউটলেট থেকে মোবাইলে টাকা ঢোকানোর মতো প্রয়োজনীয় সেবা পেতে গ্রামীণফোন তার ব্যবহারকারীদের দিচ্ছে আরও উন্নত ও ডিজিটাল সেবা। খুব সহজে জিপে ব্যবহার করে দেখা যাবে নিজের ব্যালেন্স। করা যাবে প্রোফাইল আপডেট। চেক করা যাবে পূববর্তী যে কোন নোটিফিকেশন। তারা বলেন, এই অ্যাপটি ব্যবহার করা যেমন সহজ তেমনি নিরাপদ। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে এটি হবে আরও উন্নত। গ্রামীণফোনের হেড অব মোবাইল ফাইন্যন্সিয়াল সার্ভিসেস এরওয়ান গিলেবার্ট বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নগদ অর্থবিহীন লেনদেন ব্যবস্থা গড়ে ওঠা প্রয়োজন। সবার জন্য বিশেষত প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের জন্য ডিজিটাল নাগরিক কেন্দ্রিক সেবাদানে বাংলাদেশকে একধাপ এগিয়ে নিতে শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের জিপে ওয়ালেট অ্যাপ ভূমিকা রাখবে। তিনি বলেন, দিনরাত ২৪ ঘন্টা শুধুমাত্র আঙুলের স্পর্শে গ্রাহক তার ইউটিলিটি বিল বা ট্রেনের টিকেট কাটতে পারবেন। অনুষ্ঠানে জানানো হয়, *৭৭৭# ইউএসএসডি ডায়াল করে কিংবা গুগল প্লে-স্টোর থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অথবা মেসেজ অপশনে গিয়ে ‘reg’ লিখে পাঠাতে হবে ১২০০ নম্বরে। এছাড়া মোবিক্যাশ আউটলেটের মাধ্যমে গ্রাহকেরা সহজেই ‘জিপে’ ওয়ালেট খুলতে পারবেন।
×