ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলের জেল-জরিমানা ॥ কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ২৩:১৮, ২৪ অক্টোবর ২০১৬

পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলের জেল-জরিমানা ॥ কারেন্ট জাল জব্দ

স্টাফ রির্পোটার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে সোমবার ১৬ জেলেকে আটক করে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃতদের মধ্যে জাহাঙ্গীর তালুকদার (৩৫), আবু আলী (৩৬), মোজাফ্ফর শেখে (৩০), মনির হোসেন (২৪), ইলিয়াস মাদবর (৪০), হালান বেপারী(৩৫), ইয়াছিন বেপারী (১৯), আলমগীর হাওলাদার (৪৫), আবুল কালাম (৩৫), আকবর তালুকদার (৫০), হাসেম ফকির (৩০), শাহাদাৎ হোসেন (২৮), আলতু মিয়া (২৭) ও আলামল উদ্দিনকে (৩০) ১ মাসের করে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এ সময় মো. জাহেদ (৬০) ও আব্দুর রফ মিয়া (৬০) নামে অপর দুই জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব তথ্য দিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান জানান সোমবার ভোর রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ কেজি মা ইলিশ ও৩০ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। এ সময় মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১৪ জেলের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড ও ২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। তিনি আরও জানান জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশগুলো বিভিন্ন মাদ্রাসার ও এতিমখানায় বিলিয়ে দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হোসেনসহ একদল পুলিশ।
×