ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড্ডায় বিষক্রিয়ায় শিশুর মৃত্যু, মা ও বোন হাসপাতালে

প্রকাশিত: ০৭:৫৩, ২৪ অক্টোবর ২০১৬

বাড্ডায় বিষক্রিয়ায়  শিশুর মৃত্যু, মা ও বোন  হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তর বাড্ডার খান মসজিদের কাছে একটি বাসায় বিষক্রিয়ায় আবিয়া নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই বাসা থেকে নিহতের মা শাহানা বেগম (২৫) ও বোন আগমনীকে (৪) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, রবিবার ভোরের দিকে নিজ ফ্ল্যাটের দরজা ভেঙ্গে শাহানা বেগম ও তার দুই মেয়ে দেড় বছরের আবিয়া, আগমনীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর শিশু আবিয়ার মৃত্যু হয়। ওসি জানান, বিষক্রিয়ায় দেড় বছরের শিশু আবিয়ার মৃত্যু হয়েছে। আহতদের পাকস্থলীতে বিষের আলামত পাওয়া গেছে। তিনি জানান, অন্য কেউ তিনজনকে বিষ খাইয়েছে, নাকি মা শাহানা বেগম নিজে এ ঘটনা ঘটিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক। মা বিষ খেয়ে দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি কেউ তাদের বিষ খাইয়েছেন তা স্পষ্ট নয়। মা শাহানা বেগম ও মেয়ে আগমনী এখন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে আসল ঘটনা জানা যাবে। প্রতিবেশী ও স্বজনরা জানান, শনিবার গভীর রাতে খান মসজিদের কাছের পঞ্চকুন ভিলা নামে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে শাহানা বেগম, তার দেড় বছরের মেয়ে আবিয়া ও আগমনীকে অচেতন উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দেড় বছরের শিশু আবিয়াকে মৃত ঘোষণা করেন। শাহানা বেগমের স্বামীর নাম আমজাদ হোসেন। তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিবেশী সেলিমের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত দুটোর দিকে আমজাদ বাসায় ফিরে দরজায় নক করেন। কোন সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়িওয়ালাকে জানান। এরপর বাড়িওয়ালা গিয়ে দরজা ভেঙ্গে দেখেন মা-ও দুই মেয়ে বিছানার ওপর পড়ে আছে। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক দেড় বছরের শিশু আবিয়াকে মৃত ঘোষণা করেন। আর মৃত শিশুর মা শাহানা বেগম ও বোন আগমনীকে অচেতন ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শিশু আবিয়া বিষক্রিয়ায় মারা গেছে। নিহতের মা ও বোন অচেতন অবস্থায় ভর্তি রয়েছে। তাদের পাকস্থলীতে বিষের আলামত পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করে আসল ঘটনা বের করবে বলে জানান এসআই বাচ্চু মিয়া।
×