ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ পরিবাগ শাহ সাহেব রোড ও সূর্যসেন হল এলাকায় বিতরণ

প্রচার ছাড়া স্মার্টকার্ড বিতরণে নেমে সাফল্য মিলছে না

প্রকাশিত: ০৫:৫৫, ২৪ অক্টোবর ২০১৬

প্রচার ছাড়া স্মার্টকার্ড বিতরণে নেমে সাফল্য মিলছে না

শাহীন রহমান ॥ স্মার্টকার্ড সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ জাগাতে সক্ষম হয়নি ইসি। আবার প্রচার ছাড়া বিতরণে নেমেও কোন সাফল্য পাচ্ছে না। গত ৩ অক্টোবর থেকে রাজধানীর দুটি থানার তিনটি ওয়ার্ডে কার্ড বিতরণ শেষ করলেও ৪০ ভাগ ভোটারের কাছে স্মার্টকার্ড পৌঁছাতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে কার্ড বিতরণকালীন সংশ্লিষ্ট এলাকার বেশিরভাগ ভোটার কার্ড নিতে আসছেন না। স্মার্টকার্ড বিতরণের ক্ষেত্রে ইসির কাক্সিক্ষত লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হচ্ছে না। রমনা থানা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তারা ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শেষ করেছেন। এর মধ্যে ১৯ নম্বর ওয়ার্ডে ৩৫ হাজার ভোটারের মধ্যে স্মার্টকার্ড পেয়েছেন মাত্র ১৪ হাজারের কাছাকাছি। অপরদিকে ২০ নম্বর ওয়ার্ডে ২৫ হাজারের বেশি ভোটারের মধ্যে স্মার্টকার্ড নিয়েছেন মাত্র সাড়ে ১০ হাজারের মতো ভোটার। সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তারা বলেন, বিভিন্ন কারণে অর্ধেকের বেশি ভোটার স্মার্টকার্ড নিতে আসেননি। তবে যারা আসেননি তাদের থানা অফিস থেকে স্মার্টকার্ড সংগ্রহ করতে হবে। ইসি কর্মকর্তরা বলছেন ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার হওয়ার পর অনেকেই এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। আবার অনেক ছাত্র যারা মেসের ঠিকানায় ভোটার হয়েছে তারাও বর্তমান ঠিকানায় নেই। আগের ঠিকানা ছেড়ে বা বাসা বদল বা চাকরি সূত্রে ঢাকার বাইরে চলে যাওয়াতেও এ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া শুক্র ও শনিবার ছুটির দিন বাদ দিলে অন্য দিনগুলো অফিস থাকায় কেউ স্মাটকার্ড নিতে আসছেন না। গত ৩ অক্টোবর থেকে রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণ শুরু করে ইসির কর্মকর্তারা। এই কার্ড বিতরণের আগে মাত্র দুদিন আগে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানো হয় কবে কোথায় কার্ড বিতরণ করা হবে। তবে খোঁজ নিয়ে জানা গেছে বেশিরভাগ মানুষ পত্রিকার বিজ্ঞাপন সম্পর্কে অবহিত নন। গত ৩ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ১৯ নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণ করা হলেও এলাকার ৬০ ভাগের বেশির ভোটার স্মার্টকার্ড সংগ্রহ করতে যাননি। রমনা থানার নির্বাচন কর্মকর্তা মাহবুবা হেনা বলেন, রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৫ হাজার ৫০৯। এ ওয়ার্ডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক্যাম্পে শেষ দিন পর্যন্ত কার্ড বিতরণ করা হয়েছে ১৩ হাজার ৯৪২ জনের মধ্যে। তিনি জানান, কার্ড বিতরণ শুরু থেকে শেষদিন পর্যন্ত সংশ্লিষ্ট ওয়ার্ডে কার্ড নিতে এসেছেন মাত্র ১৫ হাজার ৫৫৬। এর মধ্যে বিভিন্ন কারণে এক হাজার ৬৯৭ জনের মধ্যে কার্ড বিতরণ করা সম্ভব হয়নি। তবে তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর লিখে রাখা হয়েছে। পরে ফোন করে জানিয়ে দেয়া হবে কোথায় কখন তাদের কার্ড দেয়া হবে। প্রয়োজনে অনেকের কার্ড তার ঠিকানায় পৌঁছে দেয়া হবে। এরপর রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল ক্যাম্পে গত ১৩ থেকে ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ শুরু করা হয়। গত ২১ অক্টোবর শুক্রবার এ ক্যাম্পের স্মার্টকার্ড বিতরণ শেষ করেছে ইসি। খোঁজ নিয়ে জানা গেছে, ২০ ওয়ার্ডের ভোটার রয়েছে ২৫ হাজার ৫১০। এদের মধ্যে কার্ড বিতরণ হয়েছে ১০ হাজার ৭০১। অর্থাৎ ৪১ দশমিক ৯৫ শতাংশ কার্ড বিতরণ হয়েছে। আর কার্ড না পেয়ে ফেরত গেছেন ১ হাজার ২৩৩। সেক্ষেত্রে ক্যাম্পে কার্ড নিতে এসেছিলেন ৪৬ দশমিক ৭৮ শতাংশ ভোটার। ইসি কর্মকর্তারাও বলছেন কার্ড বিতরণে ঠিকমতো প্রচার না থাকায় স্মার্টকার্ড বিতরণ ক্যাম্পে আনা যায়নি ভোটারদের। এদিকে শনিবার থেকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পে ২১ নম্বর ওয়ার্ডের জন্য স্মার্টকার্ড বিতরণ শুরু করেছে ইসি। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত এ এলাকার বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এদিকে শনিবার ২১ নম্বর ওয়ার্ডের আন্তর্জাতিক ছাত্রাবাস, কবি জসীম উদ্দীন হল, জগন্নাথ হল, জহুরুল হক হল, জাতীয় জাদুঘর অফিসার্স কোয়ার্টার, বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী এলাকার বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। রবিবার পরিবাগ শাহ সাহেব রোড, সূর্য সেন হল এলাকায় স্মার্টকার্ড বিতরণ করা হয়। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি ইনস্টিটিউট) এলাকার বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এছাড়া ২৫ অক্টোবর ময়মনসিংহ লেন, ময়মনসিংহ রোড, শামসুন্নাহার হল এলাকার বাসিন্দাদের মধ্যে এবং ২৬ অক্টোবর নবাব হাবিবুল্লাহ বাহার রোড, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, সলিমুল্লাহ হল, স্যার এফ রহমান হল ও হাজী মোহাম্মদ মুহসীন হলের ভোটারদের এবং ২৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার ভোটারদের স্মার্ট কার্ড দেয়া হবে। জানা গেছে, রমনা থানার ২ ওয়ার্ডের মতো উত্তর সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কার্ড বিতরণেও কাক্সিক্ষত সাফল্য পায়নি ইসি। শনিবার এই ওয়ার্ডের কার্ড বিতরণ শেষ হলেও ভোটারদের কথা বিবেচনা করে সময় বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তবে রমনা থানা নির্বাচন কর্মকর্তা মাববুবা হেনা বলেন, যারা স্মার্টকার্ড নিতে ক্যাম্পে এসেছেন তাদের প্রায় সবার মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। কিন্তু বাসা ও ঠিকানা বদলের কারণে বেশিরভাগ ভোটার স্মার্টকার্ড নিতে আসেননি। তবে কার্ড নিতে এসেও বিভিন্ন জটিলতায় কারণে যারা নিতে পারেননি তাদের পরে পৌঁছে দেয়া হবে।
×