ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল ইনস্টিটিউট

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ অক্টোবর ২০১৬

ভার্চুয়াল ইনস্টিটিউট

ক্ষুদ্রাকৃতির মহাকাশ যানের জন্য একটি ভার্চুয়াল ইনস্টিটিউট গড়তে কাজ করে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। আগামী বছরের মধ্যেই সিলিকন ভ্যালিতে এটি নির্মাণ করা হবে বলে নাসা জানিয়েছে। আমেস রিসার্চ সেন্টার নামের ওই প্রতিষ্ঠানের কাজ হবে ক্ষুদ্রাকৃতির স্পেসক্রাফট নিয়ে যেসব শিল্প বা শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে তাদের সহযোগিতা করা। বর্তমানে মহাকাশ গবেষণায় ছোট আকারের স্পেফক্রাফটই বেশি প্রাধান্য পাচ্ছে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কারিগরি ও প্রকৌশলগত সহায়তার প্রয়োজন বিশেষভাবে অনুভব করছে। নাসার স্পেস টেকনোলজি মিশন ডিরেক্টরেটের সহকারী পরিচালক স্টিভ জুর্জিক বলেন, ক্ষুদ্রাকৃতির মহাকাশযানের গবেষণা অমিত সম্ভাবনা দেখছে নাসা। গত কয়েক বছরে এই শিল্পে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। -আইএএনএস
×