ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উরুগুইয়ান তারকার বার্সিলোনায় ক্যারিয়ার শেষ করার স্বপ্ন

ইউরোপের গোল্ডেন বুট পেলেন সুয়ারেজ

প্রকাশিত: ০৬:৫১, ২২ অক্টোবর ২০১৬

ইউরোপের গোল্ডেন বুট পেলেন সুয়ারেজ

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারদের মতো তারকাদের পেছনে ফেলে ইউরোপের গোল্ডেন স্যু পুরস্কার জিতেছেন লুইস সুয়ারেজ। ইউরোপিয়ান লীগগুলোর মধ্যে (স্প্যানিশ লা লিগা) ২০১৫-১৬ মৌসুমে সর্বোচ্চ ৪০ গোল করায় গৌরবময় এই এ্যাওয়ার্ড পান বার্সিলোনার উরুগুইয়ান তারকা। বাঘা বাঘা তারকাদের পেছনে ফেলে এ এ্যাওয়ার্ড জেতায় সুয়ারেজকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। আগেই নিশ্চিত হয়েছিলে গোল্ডেন বুট এ্যাওয়ার্ড পাচ্ছেন সুয়ারেজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেয়া হয়েছে ইউরোপের গোল্ডেন স্যু। এ্যাওয়ার্ড জয়ের পর সুয়ারেজ সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বার্সিলোনাতে থেকেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা জানিয়েছেন। মেসি, রোনাল্ডো ও নেইমারকে টপকে গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোল করেন সুয়ারেজ। শুধু তাই নয়, ইউরোপিয়ান লীগগুলোর মধ্যেও সর্বোচ্চ স্কোরার মেজাজী এ স্ট্রাইকার। যে কারণে অনেক তারকাকে পেছনে ফেলে ইউরোপিয়ান গোল্ডেন স্যু জিতেছেন উরুগুয়ের তারকা। এক অনুষ্ঠানে সুয়ারেজের হাতে এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়েছে। জমকালো অনুষ্ঠানে ছেলে ও মেয়েকে নিয়ে মঞ্চে আসেন সুয়ারেজ। এরপর বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। সুয়ারেজ বলেন, আমাকে এখানে নিয়ে আসার জন্য এবং আমার লক্ষ্য পূরণের সুযোগ করে দেয়ায় বার্সাকে ধন্যবাদ জানাতে চাই। আমার সব লক্ষ্য পূরণে আমার সতীর্থরাও ভূমিকা রেখেছে। আশা করি আমি বার্সিলোনায় ক্যারিয়ার শেষ করতে পারব। কিন্তু লড়তে হলে আমার সর্বোচ্চ পর্যায়ে থাকা প্রয়োজন। জীবনে আমি অনেক লড়াই করেছি এবং বার্সাতে আসার পর থেকে আমি জীবন উপভোগের, সুখী হওয়ার এবং ট্রফি জয়ের চেষ্টা করছি। বার্সেলোনাকে বিশ্বসেরা ক্লাব উল্লেখ করে সুয়ারেজ জানান ব্যক্তিগত অর্জনের চেয়ে তার কাছে দলীয় সাফল্যটাই আগে। এ প্রসঙ্গ সুয়ারেজ বলেন, সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া বিশ্বসেরা দলটাতে আছি আমি। যদি আপনি কোন লক্ষ্য নিয়ে ভাবেন, যেটা আপনি অর্জন করতে পারেন কিন্তু শিরোপা জেতার দলীয় লক্ষ্যটাই সবার আগে। আরও অনেক ব্যক্তিগত পুরস্কার আছে এবং আমি যদি সেটা না জিতি, তাহলে মেসি বা নেইমার জিতবে। ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লীগের দল লিভারপুল ছেড়ে স্প্যানিশ পরাশক্তি বার্সিলেনাতে যোগ দেন সুয়ারেজ। নুক্যাম্পে এসেও নিজের সক্ষমতার প্রমাণ রাখেন তিনি। মেসি ও নেইমারের সঙ্গে দারুণভাবে মানিয়ে নেন। এ পর্যন্ত বার্সার হয়ে ১০৮ ম্যাচে গোল করেছেন ৯৩টি। প্রথম মৌসুমেই জিতেছেন ঐতিহাসিক ট্রেবল। যার মধ্যে ছিল লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। শুধু গোল্ডেন স্যু এ্যাওয়ার্ডই নয়, এর আগে সুয়ারেজ তিন সুপারস্টারকে পেছনে ফেলে লা লিগার সেরা ফুটবলার নির্বাচিত হন। বিশ্ব ফুটবলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গোলডটকম’ এর জরিপে সেরা হন সুয়ারেজ। ওই জরিপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বিতীয় আর মেসি হন তৃতীয়। অবশ্য বার্সিলোনা তারকা সুয়ারেজ একা সেরা হননি। তার সঙ্গে সেরার খেতাব জেতেন পিএসজির জ¬াতান ইব্রাহিমোভিচ, নেপোলির গঞ্জালো হিগুয়াইন ও ডার্মসটাডের তুর্কি ডিফেন্ডার আয়াটাক সুলু। ‘গোলডটকম’র পাঠক জরিপ আর তাদের ভোটে সেরা হন এই চারজন। উল্লেখ্য, এখানে শুধু স্প্যানিশ লা লিগা, ফরাসী লীগ ওয়ান, ইতালিয়ান সিরি এ ও জার্মান বুন্দেসলিগার সেরাদের নিয়ে ভোটিং পোল সাজানো হয়। লা লিগায় ৩৫ ম্যাচে ৪০ গোল করে ‘পিচিচি এ্যাওয়ার্ড’ জেতা সুয়ারেজ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বার্সিলোনাকে স্প্যানিশ চ্যাম্পিয়ন করেন। ফাইনালের আবহে গড়ানো শেষ পর্বের ম্যাচে সুয়ারেজের হ্যাটট্রিকেই রিয়াল মাদ্রিদকে এক পয়েন্টের ব্যবধানে লীগের শিরোপাবঞ্চিত হতে হয়।
×