ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪০, ২২ অক্টোবর ২০১৬

টুকরো খবর

ছেলে হত্যার বিচার দাবি মায়ের স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ার কারণেই চট্টগ্রামের হাজারী গলির স্বর্ণকার অঞ্জন ধরকে হত্যা করেছে তার স্ত্রী প্রিয়াঙ্কা ধর। পুত্রবধূকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত করে তার বিচার দাবি করেছেন নিহত অঞ্জনের মা সমিতা রানী ধর। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে অঞ্জন ধরের মা সমিতা রানী লিখিত বক্তব্যে বলেন, পরকীয়ায় বাধা ও সম্পদ হাতিয়ে নেয়ার জন্যই খুন করা হয়েছে তার পুত্রকে। এর মূল পরিকল্পনাকারী ছিল অঞ্জনের স্ত্রী প্রিয়াঙ্কা। এ হত্যাকা-ে প্রিয়াঙ্গা সাবেক প্রেমিক জুয়েলও জড়িত ছিল বলে তিনি দাবি করেন। তিনি জানান, বিয়ের পর কয়েক বছর ভালভাবে চলাফেরা করে প্রিয়াঙ্কা। তাদের সংসারে দুটি সন্তানও জন্ম নেয়। পরে প্রিয়াঙ্কার চাল চলনে অসঙ্গতি দেখা দেয়। এরই মধ্যে পুত্রবধূর নামে ৪০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা হলে সে আরও বেপরোয়া হয়ে উঠে এবং অসামাজিক কার্যকলাপের দিকে পা বাড়ায়। আর এই কার্যকলাপে বাধা প্রদান করতে গিয়ে খুন হয়েছে অঞ্জন ধর। প্রিয়াঙ্কার ভাই বাবুল ধর একজন আত্মস্বীকৃত খুনী। থানায় গিয়ে সে নিজেই ধরা দেয় এবং ভগ্নিপতিকে খুন করার কথা স্বীকার করে। কিন্তু বাবুল ধরকে বিচারের আওতায় আনার আশ্বাস দিলেও সম্প্রতি পুলিশের একতরফা কর্মকা- তাদের ভাবিয়ে তুলেছে বলে উল্লেখ করে লিখিত বক্তব্যে জানানো হয়, বাবুলকে বিভিন্ন জায়গায় হ্যান্ডকাফ ছাড়া নিয়ে যাওয়া হচ্ছে। অঞ্জন ধরের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসার চাবি থানায় জমা দিলেও পুলিশ তা তুলে দেয় সন্দেহভাজন স্ত্রী প্রিয়াঙ্কা ধরের হাতে। হত্যাকা-ের আলামত নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ আনেন অঞ্জন ধরের মা সমিতা রানী ধর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান হোসাইনী, অঞ্জন ধরের বোন বীনা ধর। বাল্যবিয়ে বন্ধ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২১ অক্টোবর ॥ সোনারগাঁয়ে মুক্তা আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। শুক্রবার সোনারগাঁয়ের মোগরাপাড়া এইচ জিজিএস স্মৃতি বিদ্যায়তনের অষ্টম শ্রেণীর ছাত্রী ও মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী গ্রামের সাধারণ কৃষক আসাদ আলীর মেয়ে মুক্তার আক্তারের বিয়ের দিন ঠিক করা হয়। বিষয়টি প্রশাসন জানতে পেরে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভূঁঞা পুলিশ পাঠিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করে দেন। ৫ মাদক পাচারকারী আটক নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২১ অক্টোবর ॥ শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুরের শেউলা ব্রিজ এলাকা থেকে ৫ মাদক পাচারকারী আটক ও ৮৪ প্যাকেট গাঁজা জব্দ করেছে পুলিশ। আটককৃতরা হলো, সংশ্লিষ্ট উপজেলার শ্রীধরপুর গ্রামের আশ্রাফ আলীর ছেলে সফর আলী (৩৭), মৃত মস্তু মিয়ার ছেলে আঞ্জব আলী (২৮), রামনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে লিটন মিয়া, চৈতন্যপুর গ্রামের রহমত আলীর ছেলে মিয়াব আলী ও গোপালপুর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে জানু মিয়া। মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ২১ অক্টোবর ॥ ১৯৭১’র ২৫ মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাক হায়েনাদের বর্বরতার সাক্ষী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট সুরেশ চন্দ্র দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার সকাল ১০টায় তার মরদেহ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানায়। এতে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ছাড়াও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ রাখা হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করে। সর্বস্তরের মানুষের সম্মান জানানোর পর শহরের ধোপাখালী শ্মশানঘাটে সুরেশ দাসের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। চেরাই কাঠসহ পিকআপ আটক নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২১ অক্টোবর ॥ চেরাাই কাঠসহ মিনি পিকআপ আটক করা হয়েছে। শুক্রবার ভোর ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া সীমান্তের চন্দনাইশ বরকল ব্রিজ এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক হয়ে পাহাড়ী বিভিন্ন প্রজাতির গাছ পাচার হয়ে আসছিল। পাচারকারীরা গাছ চেরাই করে নতুন কৌশলে দেশের বিভিন্ন জেলায় পাচার করছিল। বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরীর নির্দেশে বন বিট কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীর নেতৃত্বে পিকআপটি জব্দ করা হয়। মাদ্রাসাছাত্রীর ধর্ষণের ভিডিও ইন্টারনেটে স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে দাখিল পরীক্ষার্থী এক কিশোরীকে কৌশলে ফুসলে নিয়ে ধর্ষণ এবং তা ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ অভিযোগে ভিকটিম ও তার পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় মামলা করেছেন। শুক্রবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ, উপজেলার বড়ঘাট কুলিয়া গ্রামের জরিম সরদারের ছেলে সবুজ সরদার (২২) স্থানীয় আলিয়া মাদ্রাসার দাখিল শ্রেণীর এক ছাত্রীকে কৌশলে ধর্ষণ ও ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক প্রচার হওয়ার একপর্যায়ে ভিকটিম পরিবারের নজরে পড়ে।
×