ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বব ডিলানের নোবেল প্রত্যাখ্যান !

প্রকাশিত: ০৮:৫৯, ২০ অক্টোবর ২০১৬

বব ডিলানের নোবেল প্রত্যাখ্যান !

জনকন্ঠ ডেস্ক ॥ সঙ্গীত শিল্পী হিসেবে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন গায়ক বব ডিলানের সঙ্গে যোগাযোগ করেও কোন সাড়া পাচ্ছে না নোবেল কমিটি। পুরস্কার ঘোষণার পাঁচদিন পর বব ডিলানের সাড়া না পেয়ে যোগাযোগের চেষ্টা ছেড়ে দিয়েছে কমিটি। ডিলানের কয়েকজন লেখক বন্ধু তাকে অনুরোধ করেছেন তিনি যেন এই পুরস্কার বর্জন করেন। ফরাসী সাহিত্যিক ও দার্শনিক জ্যঁ পল সার্তে ১৯৬৪ যেমনটা করেছিলেন। খবর জেরুজালেম পোস্টের। এক সপ্তাহ আগে ৭৫ বছর বয়সী ডিলানকে সাহিত্যের জন্য ডিলানের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। কিন্তু এর এক সপ্তাহ হতে চললেও তার কাছ থেকে এ ব্যাপারে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এক কনসার্টে অংশ নিলেও নোবেল নিয়ে তিনি কোন কথা বলেননি। গত বৃহস্পতি ও শুক্রবার ক্যালিফোর্নিয়ার ডেজার্ট ট্রিপ ফেস্টিভালেও অংশ নিলেও তিনি এ বিষয়ে একটি কথাও বলেননি। সুইডিশ একাডেমির সেক্রেটারি সারা দানিউস বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত ডিলানের কাছ থেকে কোন সাড়া পাইনি। তবে ডিলানের ঘনিষ্ঠ লোকজনের ইমেল পাঠিয়ে জবাব পাওয়া গেছে।’ প্রত্যেক বছরের ডিসেম্বরে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সুইডিশ একাডেমি। তবে যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা বব ডিলান আগামী ডিসেম্বরের ওই অনুষ্ঠানে অংশ নেবেন কিনা সে বিষয়ে একাডেমি কোন তথ্য জানাতে পারেনি।
×