ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ হুমায়ুন কবির

ব্যর্থ প্রেমে রক্তাক্ত নারী

প্রকাশিত: ০৪:০২, ২০ অক্টোবর ২০১৬

ব্যর্থ প্রেমে রক্তাক্ত নারী

প্রেম শাশ্বত সুন্দর চিরন্তন। মানব-মানবীর প্রেমের সুন্দর এই রূপ কত না মধুর হয়। পৃথিবীর প্রথম মানব-মানবী আদম-হাওয়া চিরন্তন প্রেমকে পৃথিবীতে প্রথম শাশ্বত রূপ দিয়েছে। প্রেমে প্রতিহিংসা থাকবে না। যদি মজনুর প্রেমে লাইলী সাড়া না দিত তাহলে কি মজনু প্রতিহিংসা পরায়ণ হতো? যদি হতো তাহলে লাইলী মজনুর প্রেম কাহিনীর জন্ম হতো না। প্রেমে বিরহ আছে, থাকবে। প্রেমে জ্বালা থাকবে। যত প্রেম তত জ্বালা। পুরুষ-নারীর প্রেমে পড়ে আবার নারী পুরুষের প্রেমে পড়ে- এটাই স্বভাবিক। পৃথিবীতে প্রেমের ইতিহাস সাক্ষ্য দেয় এই প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে প্রেমিকহৃদয়। মনের মিল হলেই তো প্রেম হবে। মিল না হলে নিজে প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধের স্পৃহা মনে জাগবে- এটা কখনও মেনে নেয়া যায় না। আজকাল সমাজে কি দেখছি। আমরা যে সমাজের কথা বলি সেই সমাজে যদি মানবিক মূল্যবোধ হারিয়ে যায় তখন মানুষ প্রতিহিংসার বশে অনেক অপরাধ করে। আর সেই রকম অনেক ঘটনায় নারীরা রক্তাক্ত হচ্ছে। কোন ছেলে কোন মেয়েকে প্রেম নিবেদন করে, যদি সেই মেয়েটি ছেলেটির প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে মেয়েটি কেন প্রতিহিংসার শিকার হবে? অথচ সমাজে এই রকম অনেক ঘটনা ঘটছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় মেয়েদের ওপর এসিড ছুড়ে দেয়ার ঘটনা আমরা দেখেছি। অপহরণের অনেক ঘটনা দেখেছি। শুধু কি তাই। প্রেমে সাড়া না দেয়া নিজের উন্মুক্ত প্রতিহিংসা চরিতার্থ করতে নারীকে হত্যা করতে উদ্যত হয়। নারীকে রক্তাক্ত করে। এ কেমন প্রেম নিবেদন। আবার প্রেমের মিথ্যা ফাঁদে ফেলে কত মেয়ের সর্বনাশ ঘটানো হচ্ছে। এগুলো বাস্তব ঘটনা। আগে এই ধরনের ঘটনায় সমাজ প্রতিরোধে এগিয়ে আসত। কিন্তু সমাজ এখন স্বার্থপরের মতো নির্বিকার। প্রেম নিবেদন করে ব্যর্থ পুরুষ নারীকে হত্যা করতে উদ্যত হওয়ার বিষয়টি আমাদের সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেÑ মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব নেই। শুধু মনুষ্যত্বের অধঃপতন নয়, পশুর চেয়েও অধম এই যুবকরা। প্রেমের প্রতিহিংসায় নারী রক্তাক্ত হোকÑ তা আমরা কখনও চাই না। মানুষের জীবনে প্রেম আসবে। কিন্তু প্রতিহিংসা পরায়ণ হওয়া উচিত নয়। প্রেম জোর করে হয় না। দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম থেকে
×