ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবস্থার আরও উন্নতি

শীঘ্রই খুলে দেয়া হবে খাদিজার গলার নল

প্রকাশিত: ০৫:৩৯, ১৯ অক্টোবর ২০১৬

শীঘ্রই খুলে দেয়া হবে খাদিজার গলার নল

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সন্ত্রাসী বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত সিলেট সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আগের চেয়ে তার অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার তাকে প্রোটিন দেয়া হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন। শীঘ্রই তার গলায় লাগানো নল খুলে ফেলা হবে। এ নল খুলে ফেললে সে কথা বলতে পারবে বলে ডাক্তাররা আশাবাদ ব্যক্ত করেছেন। মঙ্গলবার বিকেলে খাদিজার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তার বড় ভাই শাহীন খাদিজার শারীরিক অবস্থার উন্নতিতে আনন্দের কথা ব্যক্ত করেন। খাদিজার অবস্থার উন্নতির খবর পেয়ে তার বাবা মাসুক মিয়া মাসুক ঢাকার স্কয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন। তার মা আজ বুধবার হাসপাতালে আসবেন বলে বড় ভাই শাহীন জানান। এছাড়া গত সোমবার তার ডান হাতে অস্ত্রোপচার করেছেন ঢাকার স্কায়ার হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ডাক্তাররা। ওই দিন তার বাম হাতে অস্ত্রোপচার করার কথা থাকলেও তা দুই সপ্তাহ পরে করা হবে বলে ডাক্তাররা জানিয়েছেন। শারনান হক শাহীন বলেন, খাদিজা যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এদিকে খাদিজার ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন বিক্ষোভ অব্যাহত রয়েছে। জালালাবাদ রিকোভারী গ্রুপ ॥ খাদিজা ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে মাদক বিরোধী সংগঠন জালালাবাদ রিকোভারী গ্রুপ। জালালাবাদ রিকোভারী গ্রুপের সভাপতি শিপলু আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জালালাবাদ রিকোভারী গ্রুপের উপদেষ্টা নোমান আহমদ, সহ-সভাপতি মিসবাহ উদ্দিন জুনেল, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, অর্থ সম্পাদক মহসিন তালুকদার, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান শিপন, দফতর সম্পাদক আবির হোসেন হাওলাদার, সহ-প্রচার সম্পাদক আফজল আহমদ, সদস্য মনাফ আহমদ, সিরাজ আহমদ, রহিম উদ্দিন, বিপ্লব চৌধুরী, জুম্মান আহমদ, গনেশ কর্মকার, মিজান আহমদ, রাহাত আহমদ, আবেদ আহমদ, তারেক আহমদ, অন্যান্য সংঠনের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট নিরাপদ সড়ক চাইয়ের সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলী, সিলেট বিভাগীয় ছাত্র পরিষদের সভাপতি বদরুল হোসেন কামরান প্রমুখ। সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজ ॥ খাদিজার ওপর হামলাকারীর বিচার দাবিতে সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের উদ্যোগে নগরীতে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর শিবগঞ্জ পয়েন্ট ও তেররতন এলাকায় এ র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নারীর জন্য নিরপাদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’ এই স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধন ও র‌্যালিতে কলেজের শিক্ষক ও ছাত্রীরা অংশ নেন। মানববন্ধনে কলেজের অধ্যক্ষ আবুল কালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান। র‌্যালি, মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক আহমদ জিয়া শামস, মোঃ হাবিবুর রহমান, হোসাইন আহমদ, শাহীন আহমদ, প্রভাষ পাল, অসীম রায়, নুরুন্নাহার, উম্মে শান শান্তা, নাহিয়ান ইসলাম প্রমুখ।
×