ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৬, ১৯ অক্টোবর ২০১৬

টুকরো খবর

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির চেষ্টায় আটক ৫ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৮ অক্টোবর ॥ ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরি নেয়ার চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনÑ ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর ইউনিয়নের ফরাজ আলীর ছেলে রবিউল করিম, একই গ্রামের আসাফ আলীর ছেলে আমিরুল ইসলাম, ইউনুস আলীর ছেলে জেল হক আলী, গোপালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে রহমত উল্লাহ, সাতবাড়িয়া গ্রামের আমানত আলীর ছেলে হাফিজুর রহমান। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গত ২৫ সেপ্টেম্বর সকালে পাবনা পুলিশ লাইনসে ১শ’ ৭৫ জনের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে আটককৃতরা মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত হয়। পরে চূড়ান্ত যাচাই-বাছাই করতে গেলে তাদের দেয়া মুক্তিযোদ্ধা সনদ ভুয়া প্রমাণিত হলে মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অস্ত্রসহ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মধ্য বরমী এলাকায় এসএম আজাদের বাড়িতে অবৈধ অস্ত্র বেচাকেনা চলছে এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১-এর সদস্যরা। এ সময় আজাদকে আটক করা হয় এবং তার শোয়ার কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্য হতে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। বিএসএফের গুলিতে আহত ৪ বাংলাদেশী স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলার নওদাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলি ও ককটেল হামলায় ৪ বাংলাদেশী যুবক আহত হয়। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে ঐ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবি ও বিএসএফ উভয় পক্ষ টহল জোরদার করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শাহ-আলম জানান, ঐ এলাকার নওদাপাড়া গ্রামের ১২/১৩ জন যুবক সোমবার রাত সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৩ ও ১০৬৪ এর মাঝামাঝি নো-ম্যান্স ল্যান্ডে যায় গরু আনতে। এ সময় ভারতের কুচনিমারী বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে বাংলাদেশের অভ্যন্তরে ৪/৫ রাউন্ড গুলি ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে আহত হয় আনোয়ার হোসেনের পুত্র সাজু মিয়া, রেজাউল করিমের পুত্র রোকন উদ্দিন, ফলুয়া করিমের পুত্র বাবলু মিয়া ও রুপচান্দের পুত্র মানিক। আইনী জটিলতা এড়াতে তাদের উদ্ধার করে গোপনে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার সকালে। রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সালু জানান, কাঁটাতারের ওপর দিয়ে বিশেষ ধরনের মই বানিয়ে গরুকে বেঁধে ভারতীয় পাচারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। এরপর বাংলাদেশী চোরাকারবারিরা ঐ গরু নিয়ে আসে। পরে কাস্টমসের কাছ থেকে পশু প্রতি ৫০০ টাকা ফি দিয়ে করিডর করে বৈধ করে নেয়। এ ঘটনায় বিজিবির বাংলাবাজার বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবু শহীদ বলেন, ঘটনা জানার পর থেকে ঐ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসী কায়দায় জমি দখল নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ অক্টোবর ॥ সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রামের মনি চন্দ্র বাবুর পৈত্রিক সূত্রে পাওয়া ১৯ শতক জমি পশ্চিম ফলিয়া সোনালী বাঁধ এলাকার সন্ত্রাসী সাবেক মেম্বার হাবিজার রহমানসহ তার সহযোগী সন্ত্রাসীরা জোরপূর্বক জবর দখল করে নিয়েছে। এছাড়া তারা মনি চন্দ্র বাবু ও তার পরিবার-পরিজনকে হত্যা ও মারপিটের হুমকি প্রদান করে আসছে। ফলে ওই সংখ্যালঘু পরিবারটি নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। উল্লেখ, এ ব্যাপারে মনি চন্দ্র বাদী হয়ে ১৩ অক্টোবর সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি তদন্ত করে এবং এ ব্যাপারে জমিতে রোপণকৃত বাঁশ ও গাছপালা কাটতে নিষেধ করে এবং থানায় এসে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে বলে। কিন্তু পুলিশের নিষেধ অমান্য করে মঙ্গলবার তারা সন্ত্রাসী কায়দায় সমস্ত গাছ ও বাঁশ কেটে নেয়। ফেনসিডিলসহ আটক ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর টাইগার পাস এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। গ্রেফতার করা হয়েছে মাদকদ্রব্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে। সোমবার রাতে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানান, টাইগার পাস এলাকায় স্থাপিত চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশিতে পাওয়া যায় ফেনসিডিলগুলো। বিশেষ কায়দায় যশোর থেকে এগুলো চট্টগ্রামে নিয়ে আসা হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিজানুর রহমান ও অন্ডু ম-ল নামের দুইজনকে। চবিতে তিন ঘটনায় ৬ শিক্ষার্থী বহিষ্কার চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ২০ দিনে সংঘটিত পৃথক তিন ঘটনায় ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার চবি প্রক্টর অফিসে বেলা আড়াইটায় সাংবাদিকদের এ তথ্য জানান প্রক্টর মো আলী আজগর চৌধুরী। বহিষ্কৃত ছয় শিক্ষার্থীর মধ্যে ৪ জনকে দুই বছর মেয়াদে এবং ২ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল কায়সার, চারুকলা ইনস্টিটিউটের ১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসেন, লোকপ্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের আহমেদ আলী, চারুকলা ইনস্টিটিউটের ১৫-১৬ শিক্ষাবর্ষের দিপ্র বণিক। এছাড়া পদার্থবিদ্যা বিভাগের ১২-১৩ শিক্ষাবর্ষের মোঃ নিয়াজ আবেদিন পাঠান, অর্থনীতি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের মোঃ লোকমান হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর শাহজালাল হলের সামনে চবি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স ও একাকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিয়াজ আবেদিন ও লোকমান হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। এ ঘটনার জেরে ৪ অক্টোবর রাতে চবি শাহ আমানত হলের সামনে কুপিয়ে আহত করা হয় একাকার গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুব শাহরিয়ার শাহীনকে। এ ঘটনায় আব্দুল্লাহ আল কায়সার, আনোয়ার হোসেন ও আহমেদ আলীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গত ৭ অক্টোবর চারুকলা ইনস্টিটিউটে আরেকটি পৃথক ঘটনায় ওই ইনস্টিটিউটের ১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রণি চন্দ্রকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় একই ইনস্টিটিউটের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিপ্র বণিককে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ১৭ অক্টোবর থেকে তাদের বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, অভিযানে গ্রেফতার তিনজন হলো হৃদয় হোসেন বিল্লাল, মামুন ও এনামুল হক। তারা বিশ্ব কলোনি এলাকায় বসবাস করে আসছিল। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ ছিল। পুলিশের অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশী রিভলবার ও দুটি চাপাতি। ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৮ অক্টোবর ॥ ঝিনাইদহে তেভাগা আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানবন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ এ কর্মসূচী পালন করে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ নেতা ফজলুর রহমান খুররম, শ্রমিক লীগ নেতা একরামুল হক লিকু, ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক গৌতম বসু, সদস্য সচিব সুমন শিকদার প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা ইলা মিত্রের পৈত্রিক নিবাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের বাড়ি অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে সকালে ৫দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের কাছে প্রদান করা হয়। মুক্তিযোদ্ধার লাশ ৪২ দিন পর উত্তোলন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে বেওয়ারিশ হিসেবে দাফনের ৪২ দিন পর একজন বীর মুক্তিযোদ্ধার লাশ মঙ্গলবার কবর থেকে উত্তোলন করে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় দাফন করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ লোকমান হাকিম জানান, ফুলবাড়ী উপজেলার জামগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ (৬৫) গত ৭ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চুনিয়াপাড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। দিমেক হাসপাতালে ভর্তির সময় অজ্ঞাতনামা হিসেবে রেজিস্টারে তালিকাভুক্ত হওয়ায় সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের কোন পরিচয় জানতে পারেনি। সে কারণে লাশের কোন দাবিদার না পাওয়ায় গত ৯ সেপ্টেম্বর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে শহরের শেখ জাহাঙ্গীর গোরস্তানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে দাফন করা হয়। দাফনের পূর্বে কোতোয়ালি পুলিশ লাশের ছবি তুলে সংরক্ষণ করে। ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী জানান, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ীতে বসবাস করতেন। ঘটনার ৩ মাস আগে স্ত্রী অন্যত্র চলে গেলে আব্দুল লতিফ একাকী বসবাস করতেন। গত ৭ সেপ্টেম্বর তিনি গ্রামের বাড়ি ফুলবাড়ী উপজেলার জামগ্রামে একমাত্র ছেলে দেলোয়ারের সঙ্গে ঈদ করার জন্য যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ছেলে দেলোয়ার দীর্ঘদিন ধরে বাবার খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। কোতোয়ালি থানায় এক পর্যায়ে লাশের ছবি দেখে দেলোয়ার তার বাবা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে শনাক্ত করেন। শিক্ষার্থীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৮ অক্টোবর ॥ স্থায়ী শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কলেজের সামনে চৌমুহনী-মাইজদী সড়কে এ কর্মসূচী পালিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কলেজের শিক্ষার্থীরা কর্মসূচী পালন উপলক্ষে কলেজের প্রধান ফটকে জড়ো হতে থাকেন। দুপুরে তাঁরা কলেজে স্থায়ী শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি সম্বলিত ব্যানার ও পোস্টার নিয়ে মানববন্ধন করেন। প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০০৬-০৭ শিক্ষাবর্ষ হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হওয়ার পর অদ্যাবধি কোন স্থায়ী শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। এ অবস্থায় খ-কালীন শিক্ষক দিয়ে পাঠদান চালু রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের নানা সমস্যারমুখে পড়তে হচ্ছে। একইভাবে ছাত্রাবাসে ৪৫০ জন ছাত্রের জন্য সিটের সংখ্যা ১৪৪টি। তা ছাড়া ৫০ জন ছাত্রীর মধ্যে ৩০ জনের থাকার ব্যবস্থা আছে। এরমধ্যে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। পুকুরে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সদর উপজেলার পৌর এলাকার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে নুশরাত জাহান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের আতাউর রহমান নয়নের শিশুকন্যা নুশরাত জাহান বাড়ির পাশে খেলতে যায়।
×