ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ রাসেলের আজ জন্মদিন

প্রকাশিত: ০৫:১৭, ১৮ অক্টোবর ২০১৬

শেখ রাসেলের আজ জন্মদিন

বিশেষ প্রতিনিধি ॥ আজ শহীদ শেখ রাসেলের জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানম-ির বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর দুরন্তপ্রাণ এই শিশু তার পিতার রাজনৈতিক জীবনকে দেখতে শুরু করেছিল মাত্র। বাবার বুকের গভীরে মুখ রেখে সাহস আর বীরত্বের উষ্ণতা নেয়ার যখনই ছিল শ্রেষ্ঠ সময়, ঠিক তখনই নরঘাতকদের দল তাকে নির্মমভাবে হত্যা করে। দশ বছরের শিশু রাসেল প্রতিদিনের মতো সেদিনও ঘুমিয়েছিল। আকস্মিক গুলির আওয়াজে তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গা চোখ নিয়ে সে আতঙ্কিত হয়, চমকে ওঠে। অবস্থা বুঝে বেগম মুজিব আদরের দুলাল রাসেলকে রক্ষায় কাজের লোকসহ পেছনের দরজা দিয়ে চলে যেতে বলেন। গেট দিয়ে বাইরে যাওয়ার সময় ঘাতকরা তাকে আটক করে। এ সময় বাড়ির ভেতরে মুহুর্মুহু বুলেটের শব্দ আর বীভৎস আর্তচিৎকার শুনে অবুঝ শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে ঘাতকদের বলেছিল, ‘আমি মায়ের কাছে যাব।’ কিন্তু এতটুকু মন গলেনি পরাজিত স্বাধীনতাবিরোধী ঘৃণ্য নরপিশাচদের। আগেই বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যকে পৈশাচিক কায়দায় হত্যা করেছে। মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ঠা-া মাথায় একটি সুন্দর ও অবুঝ শিশু শেখ রাসেলকেও গুলি করে হত্যা করে। বিলম্ব হলেও বঙ্গবন্ধু ও শেখ রাসেলের হত্যাকারীদের বিচার হয়েছে, বিচারের রায়ও কার্যকর হয়েছে। তবে বাঙালী জাতি এখনও পুরোপুরি কলঙ্কমুক্ত হতে পারেনি। এখনও কয়েক খুনী বিদেশে পালিয়ে রয়েছে। তাদের আইনী প্রক্রিয়ায় দেশে ফেরত এনে রায় কার্যকর করতে সরকারের চেষ্টার কোন কমতি নেই। মাত্র কয়েকদিন আগে কানাডা সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু ও শিশু রাসেলের হত্যাকারী খুনী নূরকে ফেরত প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুরোধে ইতিবাচক সাড়াও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তাই পুরো জাতি চায় সকল খুনীকে দেশে ফেরত এনে রায় কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হোক। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-শিশু সংগঠন বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর মধ্যে রয়েছেÑ সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহীদের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ ও মিলাদ মাহফিল। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় ধানম-ির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে শেখ রাসেলের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনে দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাঁচ শ’ ৫০ স্পটে শিশু সমাবেশ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ মঙ্গলবার সারাদেশে ‘শিশু সমাবেশ’র আয়োজন করেছে। এর মধ্যে সকাল ৯টায় ধানম-ির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে কেন্দ্রীয় শিশু সমাবেশ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা মহানগরীর পাঁচ হাজার শিশু শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে জাতীয় পতাকা অঙ্কন প্রতিযোগিতা ও জাতীয় সঙ্গীত পরিবেশনসহ আলোচনা সভা, হামদ্্-না’ত, গজল, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বেলা ১১টা থেকে স্যাটেলাইট টিভি চ্যানেল ‘ঘঊডঝ ২৪’ সরাসরি সম্প্রচার করবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৬৪ জেলার ৫০৫টি উপজেলা ও বিভাগীয় শহরের ৪৫টি জোনসহ মোট ৫৫০টি স্থানে আজ সকাল ১০টা থেকে দিনব্যাপী শিশু সমাবেশ অনুষ্ঠিত হবে। শিক্ষিকা সমাবেশ ॥ একই দিন দুপুর ১টা ৪৫ মিনিটে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা মহানগরীর শিক্ষিকাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে ‘শিক্ষিকা সমাবেশ’।
×