ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দলের চাহিদায় ভাল ভূমিকা রাখতে চান সোহান

প্রকাশিত: ০৫:০৯, ১৮ অক্টোবর ২০১৬

দলের চাহিদায় ভাল ভূমিকা রাখতে  চান সোহান

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছেন। ৬ টি২০ ম্যাচ খেলেছেন। তবে টেস্ট দলে এই প্রথম সুযোগ পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তবে একাদশে সুযোগ করে নেয়াটা কঠিন। কারণ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক মুশফিকুর রহীম দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। যদিও সর্বশেষ টেস্টে গতবছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তরুণ লিটন দাস। এবার তিনি ইনজুরিতে। সেদিক থেকে তরুণ সোহানের ভাগ্যের শিঁকে ছিঁড়তে পারে। তবে তিনি জানালেন সুযোগ পেলে দলের চাহিদা অনুসারে শুধু ব্যাটসম্যান কিংবা শুধু উইকেটরক্ষক যে কোন দায়িত্বেই ভূমিকা রাখতে চান। দু’টি দু’দিনের প্রস্তুতি ম্যাচে সোহানকে পরখ করা হয়েছে। অবশ্য প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি, উইকেটরক্ষক হিসেবে একটি ক্যাচ ধরেছিলেন। সোমবার সমাপ্ত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৩৯ রান করার পাশাপাশি আরেকটি ক্যাচ লুফেছেন উইকেটের পেছনে দাঁড়িয়ে। প্রথম টেস্টের ঘোষিত ১৪ জনের দলেও জায়গা করে নিয়েছেন। এবার অভিষেকের জন্য অপেক্ষা। এ বিষয়ে সোহান বলেন, ‘আমি অনুশীলন ম্যাচ খেলছিলাম। কারও সঙ্গে সেভাবে কথা হয়নি। টিম ম্যানেজমেন্ট যেভাবে যে পজিশনে খেলাতে চায়, সেখানে আমার কোন সমস্যা নেই। যে ফরমেট যে সময় চলে আসুক আমি সে অনুযায়ী মানিয়ে নেয়ার চেষ্টা করি সবসময়। পরিস্থিতি অনুযায়ী যেন খেলতে পারি।’ তবে অধিনায়ক মুশফিক যে দায়িত্ব পালন করেছেন সেটা নেয়াটা খুব চ্যালেঞ্জের। অধিনায়কের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তিনি বলেন, ‘চাপের কিছু নেই। এটা আসলে সম্মানই বলা যায়। যে যার জায়গায় খেলবে এটাই আসলে দায়িত্ব। অনেকদিন ধরে মুশফিক ভাই খেলছে। দেশের জন্য, দলের জন্য ভাল খেলার চেষ্টা করছে। এখানে রিপ্লেস করার কিছু আসছে না। উনি বাংলাদেশের হয়ে খেলছেন এটাই বড় কথা।’ নিজের ব্যাটিং নিয়ে বিশেষ কোন পরিকল্পনাও নেই সোহানের। কিন্তু লক্ষ্যটা দলের চাহিদা অনুসারে খেলার। এ বিষয়ে সোহান বলেন, ‘ব্যাটিং নিয়ে আমার আলাদা কোন পরিকল্পনা নেই। দলের চাহিদা অনুযায়ী যেন খেলতে পারি. সেটাই লক্ষ্য থাকবে। ইনশাআল্লাহ সুযোগ পেলে ওভাবেই (প্রথমশ্রেণীর ক্রিকেটের মতো) খেলার চেষ্টা করব। নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা থাকবে। ইংল্যান্ড দলতো অবশ্যই ভাল। টেস্টে আরও বেশি ভাল। এখানে পর্যবেক্ষণের কিছু নেই।’ ৪৯টি প্রথমশ্রেণীর ম্যাচ খেলে সোহান ৪১.৮১ গড়ে ২৪২৫ রান করেছেন ৫ সেঞ্চুরি ও ১৩ হাফসেঞ্চুরিসহ। ১১৮টি ক্যাচ ও ১৯ স্ট্যাম্পিংসহ ১৩৭টি ডিসমিসালও আছে তার।
×