ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপাতত কোর্টে নামছেন না সেরেনা

প্রকাশিত: ০৫:০৭, ১৮ অক্টোবর ২০১৬

আপাতত কোর্টে নামছেন না সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ সেরেনাভক্তদের জন্য আরেকটি দুঃসংবাদ। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। এখনও কাঁধের ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। সোমবার ডব্লিউটিএ কর্তৃপক্ষ সেরেনার না খেলার বিষয়টি টুইটার ফিডে নিশ্চিত করেছেন। সেইসঙ্গে এ সম্পর্কিত সেরেনার একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে সেরেনা উইলিয়ামস তার না খেলার কারণ ব্যাখ্যা করেছেন। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বছরের শেষ এই ইভেন্টে অংশ নিচ্ছেন না সেরেনা। গত মৌসুমেও চোটের কারণে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। এবার না খেলার কারণ সম্পর্কে ভিডিও বার্তায় সেরেনা বলেছেন, ‘এবারও অংশ নিতে না পেরে আমি সত্যিই হতাশ। পুরো বছরে কাঁধের ইনজুরির কারণে আমি বেশ কঠিন সময় পার করেছি। প্রতিটি দিনই আমার জন্য বেশ কঠিন ছিল। চিকিৎসকরা জানিয়েছেন অবশ্যই আমি যেন ঘরে থেকে বিশ্রাম নেই। তাই সিঙ্গাপুরের এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। এরপর চীনে অনুষ্ঠিত আরও দুটি টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। উহান এবং চীনা ওপেন থেকে নিজেকে সরিয়ে নেয়ার পেছনেও ছিল তার চোট। টানা তিনটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ার ফলে এই মৌসুমে আর কোর্টেই নামা হচ্ছে না ২২বারের গ্র্যান্ডসøাম জয়ী সেরেনার। ইউএস ওপেনের বিদায়ের পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারান তিনি। দীর্ঘ ১৮৬ সপ্তাহে শীর্ষস্থানে থাকা আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তিকে হটিয়ে স্থানটি দখল করে নেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার। চলতি বছর সেরেনা উইম্বলডনের মাধ্যমে মাত্র একটি গ্র্যান্ডসøাম জয় করেছেন। এর পরপরই কাঁধের ইনজুরির কারণে রিও অলিম্পিকের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়ে স্বর্ণ হাতছাড়া হয় তার। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে বছরের শেষ এই ঐতিহ্যবাহী ইভেন্ট। তার আগে সেরেনার নাম প্রত্যাহারের খবরে হতাশ বিশ্বের টেনিসপ্রেমীরা। ডব্লিউটিএ’র প্রধান নির্বাহী স্টিভ সাইমন এক বিবৃতিতে জানিয়েছেন, সেরেনা খেলতে না পারায় তার ভক্তরা বেশ হতাশ। সেইসঙ্গে তিনি সেরেনার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সেরেনার নাম প্রত্যাহারের কারণে আটটি শীর্ষ স্থানের জন্য দরজা খুলে গেছে ব্রিটিশ টেনিস তারকা জোহানা কন্টের, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর এবং রাশিয়ার সভেতলানা কুজনেতসোভার। এর আগে শীর্ষ আটে থাকার লড়াইয়ের জন্য নাভারো অথবা কুজনেতসোভার আগামী সপ্তাহে মস্কোতে শুরু হওয়া ভিটিবি ক্রেমলিন কাপ অবশ্যই জিততে হতো। এই সময়টা দারুণ কাটছে কন্টের। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ব্রিটেনের প্রথম কোন প্রমীলা টেনিস খেলোয়াড় হিসেবে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিলেন কন্টে। সিঙ্গাপুরের এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। এই মুহূর্তে টেনিস কোর্টেও দারুণ কাটছে তার। গত সপ্তাহে ব্রিটেনের জোহানা কন্টেকে হারিয়েই চীনা ওপেনের শিরোপা নিজের শোকেসে তোলেন তিনি। ডব্লিউটিএ ফাইনালসেও ফেবারিট হিসেবে কোর্টে নামবেন পোলিশ এই টেনিস তারকা। তবে শুরুতেই অগ্নিপরীক্ষার সামনে রাদওয়ানস্কা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে যে তার প্রথম ম্যাচেই প্রতিপক্ষ জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। এই মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন এই জার্মান তারকা। বছরের প্রথম এবং শেষ উভয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টই নিজের করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, সেরেনাকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও যে দখল করে নিয়েছেন এ্যাঞ্জেলিক কারবার।
×