ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলায় রিজভীর জামিন বহাল

প্রকাশিত: ০৮:১০, ১৭ অক্টোবর ২০১৬

নাশকতার মামলায় রিজভীর জামিন বহাল

স্টাফ রিপোর্টার ॥ রমনা থানায় দায়ের নাশকতার এক মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপীল বিভাগের চেম্বার আদালত। অন্যদিকে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনের জামিন স্থগিত করেছে চেম্বার জজ আদালত। এদিকে পল্টন এলাকা থেকে ৬১ কেজি সোনাসহ বিপুল মুদ্রা উদ্ধারের মামলার প্রধান আসামি এসকে মোহাম্মদ আলীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। রবিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব আদেশ দেন। তাজউদ্দিনের জামিন স্থগিত ॥ বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনের জামিন স্থগিত করে দিয়েছেন আপীল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে বিষয়টি আগামী ১০ নবেম্বর শুনানির জন্য সুপ্রীমকোর্টের আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।
×