ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে আটক ৩৪ ॥ জাল ও মাছ জব্দ

প্রকাশিত: ০৬:১৬, ১৭ অক্টোবর ২০১৬

লৌহজংয়ে আটক ৩৪ ॥ জাল ও মাছ জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে ৩৪ ব্যক্তিকে মা ইলিশ ধরার অপরাধে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে ১০ হাজার মিটার ইলিশ ধরার জাল। উদ্ধার করা হয়েছে মা ইলিশ। রবিবার সকালে ৮ জন ও শনিবার রাতে লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে ২৬ জনসহ মোট ৩৪ জনকে আটক করা হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ১৮টি মামলার মাধ্যমে এক লাখ ৬৯ হাজার টাকা জরিমানা আদায় হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্র্রেট এসএম শাহীন। তাকে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) ইদ্রিস তালুকদার। ভোলায় ২৩ জেলে নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার অপরাধে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৩ জেলেকে আটক করেছে। এ সময় প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জালসহ দুটি মাছ ধরা ট্রলার জব্দ করেছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার রাতে ভোলার ইলিশা, মদনপুর মেঘনা নদী এলাকায় পুলিশ ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তাদের এক মাসের কারাদ- প্রদান করে। এছাড়া ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রবিবার ভোর রাতে ভোলার ইলিশা কাঠির মাথা এলাকা থেকে মেঘনা নদী মাছ ধরার অপরাধে আরও ৮ জন জেলেকে আটক করে। আটকৃতদের মধ্যে নুরুদ্দিন, সুমন, সালাউদ্দিন, নাজিম, সাকিল ও কবিরসহ ৬ জনকে এক মাসের কারাদ- দেয়া হয় ও অপর ২ জেলে শাজাহান ও রাকিবকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্য দিকে ভোলার তেঁতুলিয়া নদী কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি মাছ ধরা ট্রলার জব্দ করে। পরে তা নদীর তীরে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ফরিদপুরে ৯ জেলে নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ইলিশ শিকার করায় নয় জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত সদরের ডিক্রির চর ও চর মাধবদিয়া ইউনিয়নের টেপুরাকান্দি, গোলডাঙ্গি, মমিনখার হাট এলাকায় পদ্মা নদীতে এ অভিযান চালায় আদালত। এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম পারভেজ মল্লিক। অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক উপস্থিত ছিলেন। আদালত অভিযানকালে চারশ ফুট দৈর্ঘ্যরে ২০টি কারেন্ট জাল কেটে নদীতে ভাসিয়ে দেয়। এছাড়া ১০ কেজি ওজনের কারেন্ট জাল নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়। ঈশ্বরদীতে দুই জেলে স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, শনিবার মধ্যরাতে ও রবিবার সকালে পদ্মা নদীর আড়ামবাড়িয়া থেকে চর দাদাপুর সাত কিলোমিটার এলাকায় নৌকাযোগে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইলিশ মাছ ধরায় উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে তিনি ১৬টি ছোট ইলিশ ও সাড়ে ৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ দু’জেলেকে আটক করেন। এরা হলো আইযুব আলী ও রুবেল।
×