ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বরের মধ্যে সব ট্যানারি সাভারে না নিলে গ্যাস ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ॥ আমু

প্রকাশিত: ০৫:২৯, ১৭ অক্টোবর ২০১৬

৩০ ডিসেম্বরের মধ্যে সব ট্যানারি সাভারে না নিলে গ্যাস ও  বিদ্যুত সংযোগ  বিচ্ছিন্ন ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ অক্টোবর ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সকল ট্যানারি সাভারে স্থানান্তর করতে হবে। আমরা সবাই মিলে আলোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছি। এর পরে এর কোন ব্যতিক্রম আর হবে না, হতে দেয়া যাবে না। এ সময়ের মধ্যে যে সকল কাজ বাকি রয়েছে সেগুলো সম্পন্ন করা হবে। রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীতে ট্যানারি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে যে সকল ট্যানারি সাভারে স্থানান্তর না হবে পহেলা জানুয়ারি থেকে ওই সকল ট্যানারির গ্যাস ও বিদ্যুত সংযোগ বিছিন্ন করে দেবে সরকার। ট্যানারির মালিকরাও এর সঙ্গে একমত হয়েছেন। পহেলা জানুয়ারি থেকে বিশে^র কাছে আমরা মাথা উঁচু করে দেখাতে পারব যে, আমাদের ট্যানারি শিল্প একটি পরিবেশবান্ধব শিল্পনগরীতে পরিণত হয়েছে। পরে মন্ত্রী ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে শিল্প সচিব মোশারফ হোসেন ভুঁইয়াসহ বিভিন্ন কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।
×