ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ব মিডিয়ায় চীনা প্রেসিডেন্টের বাংলাদেশে সফরের ফলাও প্রচার

প্রকাশিত: ০৯:০৫, ১৫ অক্টোবর ২০১৬

বিশ্ব মিডিয়ায় চীনা প্রেসিডেন্টের বাংলাদেশে সফরের ফলাও প্রচার

জনকণ্ঠ ডেক্স ॥ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঐতিহাসিক সফরে শুক্রবার বাংলাদেশে আসেন। ৩০ বছরের মধ্যে এই প্রথম চীনের কোন প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করলেন। শি জিনপিংয়ের বাংলাদেশ সফর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস ॥ শি জিনপিংয়ের বাংলাদেশ সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের ইংরেজী দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি শি’র সফরকে মাইলফলক হিসেবেই বিবেচনা করেছে। এতে সিনহুয়াকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতকার তুলে ধরে বলা হয়, এ সফর দুই দেশের মধ্যে নতুন যুগের সূচনা করবে। ডন ॥ পাকিস্তানের প্রভাবশালী ইংরেজী দৈনিক ডন চীনের প্রেসিডেন্টের সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়, ‘বিনিয়োগের মাধ্যমে ভারতের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশের পাণিপ্রার্থনা করেছে চীন’। টাইম ॥ টাইমের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে শি’র বাংলাদেশ সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর পর একজন চীনা প্রেসিডেন্টের এ সফর ‘কূটনৈতিকভাবে একটা মাইলস্টোন’ হয়ে থাকবে। দি ইকোনমিস্ট ॥ শি জিনপিংয়ের সফর নিয়ে ব্রিটেনের দি ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে সর্বশেষ যখন একজন চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন, তখন পরিস্থিতি ছিল একদম ভিন্ন। এর অন্যতম কারণ হতে পারে যে, তিনি পকেটে করে ৪০ বিলিয়ন ডলার আনেননি। সরকারী সূত্রগুলো বলছে, ঠিক এ পরিমাণ অর্থই চীনের বর্তমান নেতা শি জিনপিং একদিনের সফরে নিয়ে যান বাংলাদেশে। স্পষ্টত, উড়ালপথ, রেলপথ, সেতু ও বিদ্যুতকেন্দ্রসহ প্রায় ২১টি অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ হিসেবে আসবে এই অর্থ। প্রতিবেদনে বলা হয়, ৩০ বছরে বাংলাদেশও অনেক পাল্টে গেছে। বার্ষিক ৭ শতাংশ হারে বাড়ছে প্রবৃদ্ধি, ঠিক চীনের মতো। অনেক সামাজিক সূচকের দিক দিয়ে বৃহৎ প্রতিবেশী ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। পিপলস ডেইলি ॥ চীনের বৃহত্তম পত্রিকা ও দেশটির শাসক দল চীনা কমিউনিস্ট পার্টির মালিকানাধীন পত্রিকা পিপলস ডেইলি একটি কলাম প্রকাশ করে এ সফর নিয়ে। সেখানে বলা হয়, শি জিনপিংয়ের বাংলাদেশ সফর ঐতিহাসিক গুরুত্বের দাবি রাখে।
×