ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ লা লিগায় মাঠে নামছে রিয়াল, বার্সিলোনা

এখন আমি আরও আত্মবিশ্বাসী ॥ রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৩২, ১৫ অক্টোবর ২০১৬

এখন আমি আরও আত্মবিশ্বাসী ॥ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ তিনবারের বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পান তিনি। এরপর প্রায় দুইমাস মাঠের বাইরে ছিটকে পড়েন সিআর সেভেন। এই সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে তিন ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। পরের চার ম্যাচে ১ গোল করেছিলেন শুধুই নিজের ছায়া। তবে পর্তুগালের হয়ে মাঠ কাঁপিয়েছেন ঠিকই। দুই ম্যাচেই হ্যাটট্রিকসহ করেছেন ৫ গোল। আর সেখান থেকেই যেন জ্বালানি পেয়েছেন সিআর সেভেন। লা লিগায় মাঠে নামার আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানালেন এই মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী তিনি। রোনাল্ডো বলেন, ‘মারাত্মক ইনজুরিতে ছিলাম আমি। দুইমাস মাঠের বাইরে ছিটকে পড়েছিলাম। এখন আমি ফিরেছি, শুরুতে আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি ছিল কিন্তু ধীরে ধীরে আরও বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমি মনে করি যে অবস্থাতে ছিলাম এখন ঠিক সেই অবস্থাতেই ফিরেছি।’ স্প্যানিশ ফুটবল লীগে অষ্টম রাউন্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। লীগে শেষ তিন ম্যাচের তিনটিতেই ড্র করেছে গ্যালাক্টিকোরা। তবে ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে দারুণ আশাবাদী রিয়ালের কোচ জিনেদিন জিদানও। এ প্রসঙ্গে তার অভিমত হলো, ‘শেষ তিন ম্যাচে আমরা ভাল করতে পারিনি। এভাবে খারাপ খেলাটা হতাশাজনকই ছিল। তবে ছেলেরা ভাল খেলার চেষ্টা করেছে। কিন্তু প্রতিপক্ষ অনেক বেশি ভাল খেলেছে। আমরা ঘুরে দাঁড়াব, এটাই প্রত্যাশা।’ মৌসুমের প্রথম ৭ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দুইয়ে অবস্থান রিয়ালের। সমান সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে রিয়াল বেটিস। তারপরও প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক গ্যালাক্টিকোদের কোচ জিদান, ‘অনেকদিন পর একসাথে দল খেলতে নামছে। তাই কিছুটা সমস্যা হতে পারে। তবে দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের। দল হিসেবে বেটিস কেমন, এসব নিয়ে ভাবতে চাই না আমরা। প্রতিপক্ষকে নিয়ে আমরা সতর্ক থাকব। কারণ খেলাটা তাদের মাঠেই। আমরা সেরা ফুটবলই খেলার চেষ্টা করব।’ বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনাও মাঠে নামছে আজ। তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা। সপ্তম রাউন্ড পর্যন্ত কাতালানদের পারফর্মেন্স বেশ হতাশাজনক। ৭ ম্যাচের জয় মাত্র ৪টিতে। আর ২টি ম্যাচে লজ্জার হার ও ১টি’তে ড্র করেছে তারা। ফলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে মেসি-ইনিয়েস্তারা। দলের এমন পারফর্মেন্সে হতাশ কোচ লুইস এনরিকেও, ‘প্রথম সাত ম্যাচে দল শতভাগ ভাল খেলতে পারেনি। আশা করছি, লীগের পরবর্তী ম্যাচগুলোতে ভাল ফুটবল খেলবে দল। অষ্টম রাউন্ড দিয়ে এই যাত্রা শুরু হোক।’ বার্সা যখন চারে তখন সমান সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে রয়েছে লা করুনা। কাগজে কলমে বার্সিলোনার চেয়ে শক্তির বিচারে বেশ পিছিয়ে দেপোর্তিভো। তাই এ ম্যাচ দিয়েই জয়ে ফেরার ইঙ্গিত দিলেন এনরিকে, ‘আগের ম্যাচে সেল্টাভিগোর কাছে বাজেভাবে হেরেছি। ঐ ম্যাচটি জিততে পারলে এখন ভাল অবস্থাতেই থাকাতে পারতাম আমরা। তাই আবারও জয়ের ধারায় ফিরতে চাই। বার্সার রূপেই ফিরতে হবে আমাদের। লা করুনার বিপক্ষে দুর্দান্ত এক জয়ের লক্ষ্যেই মাঠে নামব আমরা।’ ইনজুরি কাটিয়ে দলের সাথে অনুশীলন করছেন লিওলেন মেসি। তবে তার খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। ম্যাচের আগে মেসির ব্যাপারে সিদ্ধান্ত নেবে কাতালানদের মেডিক্যাল স্টাফ। বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচের দিন মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল এ্যাটলেটিকো মাদ্রিদও। নিজেদের মাঠে গ্রানাডার বিপক্ষে লড়বে তারা। তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বলে জানান দলটির অভিজ্ঞ কোচ দিয়েগো সিমিওনে, ‘দলের পারফর্মেন্সে আমি খুশি। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে আমাদের। শীর্ষস্থান ধরে রাখতে পারলেই লক্ষ্য পূরণ হবে। তাই গ্রানাডার বিপক্ষেও জয়ের জন্য মাঠে নামবে দল।’
×