ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইস্কাটনের প্রবাসী ভবনে প্রতিদিনই ভিড় বাড়ছে বিদেশমুখী মানুষের

প্রকাশিত: ০৬:২৯, ১৫ অক্টোবর ২০১৬

ইস্কাটনের প্রবাসী ভবনে প্রতিদিনই ভিড় বাড়ছে বিদেশমুখী মানুষের

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান বেড়ে যাওয়ায় রাজধানীর ইস্কাটনে প্রবাসী ভবনে প্রতিদিনই বাড়ছে বিদেশমুখী মানুষের ভিড়। কিন্তু পর্যাপ্ত বসার জায়গাসহ সার্বিক ব্যবস্থাপনা ভাল না হওয়ায় নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও তাদের সঙ্গে আগত স্বজনকে। তবে সমস্যা সমাধানে শীঘ্রই ঢাকার বাইরে অন্যান্য বিভাগেও বিদেশগামী সার্বিক কার্যক্রম পরিচালনার কথা জানায় প্রবাসী মন্ত্রণালয়। জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে মানুষগুলো ঘর, সংসার, মায়া, মমতা ভুলে জীবিকার তাগিদে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ পাড়ি দেয়ার। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই প্রবাসী ভবনের দারস্থ হন সাড়ে ৩ থেকে ৪ হাজার নারী-পুরুষ। তবে এত সংখ্যক মানুষের আনাগোনা হলেও ভবনটিতে নেই জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা। এখানে আগতরা জানান, প্রচ- গরম হওয়ার পরেও কোন ফ্যান নেই, নেই পয়ঃনিষ্কাশনের ভাল ব্যবস্থা। যাত্রীদের সঙ্গে আগত স্বজনরা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পার হলেও শেষ হয় না সাক্ষাতকার। এছাড়া বিদেশ ফেরতদেরও নতুনদের মতোই সাক্ষাতকার দিতে হয়। অন্যদিকে বিদেশমুখী যাত্রী হিসেবে পর্যাপ্ত প্রমাণাদি থাকা সত্ত্বেও ঢাকায় আসার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানামুখী হয়রানির শিকার হতে হয়, এমনটাই জানান সংশ্লিষ্টরা। বিদেশে যাওয়ার সার্বিক কার্যক্রম ঢাকা কেন্দ্রিক না রেখে রাজধানীর বাইরেও পরিচালনা করার সিদ্ধান্তের কথা জানাল প্রবাসী মন্ত্রণালয়। এতে সব ধরনের ভোগান্তি দূর হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
×