ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে টাকা না দেয়ায় চাল গুদামে

প্রকাশিত: ০৬:২২, ১৫ অক্টোবর ২০১৬

জামালপুরে টাকা না দেয়ায় চাল গুদামে

নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা করার সময় স্থানীয় ইউপি সদস্যদের ৩শ’ টাকা করে ঘুষ দিতে না পারায় ৩৪ জন হতদরিদ্র আজও ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন করতে পারেনি। এজন্য উলিয়া বাজারের ডিলার ছাইদুর রহমান ওই ৩৪ জনের মোট ১ হাজার ২০ কেজি চাল দীর্ঘ এক মাস ধরে তার গোদামে আটকে রেখেছেন। বৃহস্পতিবার সরেজমিন গেলে ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের কড়ইতাইর গ্রামের ষাটোর্ধ মজিবর রহমান জানান, ‘আঙ্গরে এলাকার মেম্বার আলী হোসেন ১০ টাকা চালের কার্ডে নাম দিয়ে ৩শ’ টেহা ঘুষ চাইছিল। সংসারে অভাবের কেন্নে টেহা দিবের পারি নাই, তাই মেম্বর কার্ড দেয় নাই, ডিলারও চাল দিবার পায় নাই।’ একই সময় ৮০ বছরের বৃদ্ধ ছমেদ আলী বলেন, ‘আঙ্গরে গাঁয়ের মেম্বর আলী হোসেন ১০ টেকা চালের কাডে আমার নাম দিছে শুনছি। তবে সে আমার কাছে ৩শ’ টেহা চাইছিল, অভাবের জন্যে দিবের পারি নাই। তাই কাডও দেয় নাই চালও পাই নাই।’ একই দিন দুপুরে উলিয়া বাজারে গেলে নোয়ারপাড়া ইউনিয়নের সোনামুখী গ্রামের হতদরিদ্র তৈয়বর রহমান বলেন, ‘আঙ্গরে গাঁয়ের মেম্বর ১০ টেকা চালের কাডের জন্যে ৩শ’ করে টেকা চাইছিল, দিবার পারি নাই।’ ওই একই গ্রামের সোলায়মান হক বলেন, ‘সুরুজ মেম্বর ৩শ’ টেহা চাইছিল, দেই নাই। তাই কাডও দেয় নাই, চালও পাই নাই। যারা ৩শ’ করে টেহা দিছে তারাই কাড পাইছে, তারাই চাল তুলছে।’ পরে ওই এলাকার ডিলার ছাইদুর রহমানের কাছে খোঁজ নিয়ে জানা গেছে অভিযোগকারী হতদরিদ্র মজিবর রহমান, ছমেদ আলী, তৈয়বর রহমান ও সোলায়মান হকসহ ৩৪ জনের খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকায় নাম রয়েছে। তবে তারা কার্ড দেখাতে না পারায় গোদামে চাল থাকলেও তাদের চাল দেয়া সম্ভব হয়নি। নোয়ারপাড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলাররা জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর জন্য হতদরিদ্রদের তালিকা করার সময় নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা দুই হাজার ৩শ’ ৭৬ জন দরিদ্র মানুষের অধিকাংশের কাছ থেকে ৩শ’ টাকা করে ঘুষ নিয়েছেন। তাই যারা ঘুষ দিয়ে কার্ড সংগ্রহ করতে পারেনি তারা ১০ টাকা কেজি দরের ৩০ কেজি করে চালও উত্তোলন করতে পারেনি। নোয়ারপাড়া ইউপি সদস্য আলী হোসেন ও সুরুজ্জামানের সঙ্গে কথা হলে তারা দুইজনই বলেন, কার্ডের জন্য কোন টাকা-পয়সা নেয়া হয়নি। মানিকগঞ্জে ডিলার আটক নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে আশরাফুল হক মিন্টু নামে এক ডিলারকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শুক্রবার দুপুরে দৌলতপুর উপজেলার মান্দারতা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল প্রাপ্তির কার্ডধারীরা নিয়ম অনুযায়ী চাল পাওয়া থেকে বঞ্চিত ছিল। এই ডিলার নিয়মনীতির তোয়াক্কা না করে ওই এলাকার কার্ডধারী মানুষকে কখনও একবারে ১০ কেজির বেশি চাল না দেয়া, বারবার আসতে বলে হয়রানি করা, ওজনে কম দেয়াসহ বিভিন্নভাবে ঠকিয়ে যাচ্ছিল।
×