ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীর্ষে ব্রাজিল, বিশ্বকাপ শঙ্কায় আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬:২২, ১৪ অক্টোবর ২০১৬

শীর্ষে ব্রাজিল, বিশ্বকাপ শঙ্কায় আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাই ফুটবলে উড়ছে ব্রাজিল আর ব্যর্থতার বৃত্তে আর্জেন্টিনা। বুধবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নেইমারবিহীন ব্রাজিল ২-০ গোলে হারায় স্বাগতিক ভেনিজুয়েলাকে। সেলেসাওদের হয়ে গোল করেন টিনএজ স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও মিডফিল্ডার উইলিয়ান। বাছাইপর্বে এটি রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন টানা চতুর্থ জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে লিওনেল মেসিকে ছাড়া আগের দুই ম্যাচ ড্র করা আর্জেন্টিনা এবার হেরেই গেছে। তাও আবার নিজেদের মাঠে। প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার ১-০ গোলে। প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটি থেকে জয় তুলে নিয়ে আসা গোলটি করেন প্যারাগুয়ের ডারলিস গঞ্জালেস। কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গেছে উরুগুয়ে। ম্যাচে এক গোল করে অনন্য রেকর্ড গড়েন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। ব্যর্থতার মধ্যে থাকা চিলি অবশেষে জয়ের দেখা পেয়েছে। আর্টুরো ভিদালের জোড়া গোলে ভর করে কোপা আমেরিকা সবশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারায় পেরুকে। বলিভিয়া ও ইকুয়েডরের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। বর্তমানে ১০টি করে ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১৭ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে তিনে ইকুয়েডর ও চারে কলম্বিযা। ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আর্জেন্টিনা। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্যারাগুয়ে ও চিলি। দল দু’টির পয়েন্ট যথাক্রমে ১৫ ও ১৪। অন্যদিকে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে টানা তৃতীয় জয় পেয়েছে জার্মানি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ‘সি’ গ্রুপের ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারায় ২-০ গোলে। তবে হোঁচট খেয়েছে ইংল্যান্ড। ‘এফ’ গ্রুপের ম্যাচে সেøাভেনিয়ার মাঠে গোলশূন্য ড্র করে ইংলিশরা। মেসিকে ছাড়া খেলতে নেমে একের পর এক হতাশ হতে হচ্ছে আর্জেন্টিনাকে। মেসিকে ছাড়া বিশ্বকাপ জয় তো দূরের কথা, বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণই পড়ে গেছে অনিশ্চয়তার মুখে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত আর্জেন্টিনা খেলেছে ১০ ম্যাচ। এর মধ্যে মেসি খেলেছেন মাত্র তিনটি ম্যাচে। তিনটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে মেসিকে ছাড়া বাকি সাতটি ম্যাচে খেলতে নেমে আর্জেন্টিনা জিতেছে মাত্র একটিতে। হেরেছে দুটি ম্যাচে। ড্র করেছে চারটিতে। এ ধারা অব্যাহত থাকলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। মেসিকে ছাড়া বাছাইপর্বের বাধা পেরনোও যে আর্জেন্টিনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তা ভালমতোই টের পাওয়া যাচ্ছে। এই অঞ্চলে ১০টি দলের মধ্যে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে প্রথম চারটি দল। পঞ্চম দলকে খেলতে হবে প্লে-অফ। এ মুহূর্তে ১০ ম্যাচ শেষে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে। বাছাইপর্বের বাকি আটটি ম্যাচে হোঁচট খেলে বড়সড় অঘটনের মুখে পড়ে যাবে আর্জেন্টিনা। আগামী নবেম্বরে আবার বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে আকাশী-সাদাদের। ১০ নবেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। আর পাঁচদিন পরে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচ দু’টির ফলাফলের ওপর আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্যও অনেকটা নির্ভর করছে। প্যারাগুয়ের কাছে হারের পর হতাশা ধরে রাখতে পারেননি দলটির কোচ এডগার্ডো বাউজা। তিনি বলেন, আমরা আরও ভাল ম্যাচ খেলা আর জেতার পরিকল্পনা নিয়ে এসেছিলাম। এই কারণে আমি হতাশ ও ক্ষুব্ধ। ম্যাচটি ভাল যায়নি আমাদের। দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছি কিন্তু সমতাসূচক গোল করতে পারিনি। পেনাল্টি থেকে গোল পেলে অন্তত ড্র করতে পারত আর্জেন্টিনা। কিন্তু সার্জিও এ্যাগুয়েরোর দুর্বল শট প্রতিপক্ষের গোলরক্ষক ফিরিয়ে দেন। এ কারণে সমালোচনায় জেরবার ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। এ্যাগুয়েরো নিজেও অনুতপ্ত। যে কারণে তিনি এখন দল থেকে বাদ পড়লেও অবাক হবেন না বলে জানিয়েছেন। তিন হলুদ কার্ডের খাড়ায় পড়ে নেইমার খেলতে না পারলেও ভেনিজুয়েলার মাঠ থেকে সহজ জয় নিয়ে ফিরেছে ব্রাজিল। এরপরও সেলেসাও কোচ টিটে মনে করেন, রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য আরও পথ পাড়ি দিতে হবে ব্রাজিলকে। তিনি বলেন, আমরা শীর্ষে আছি মানে এই নয় যে, এই অবস্থান নিশ্চিত। এটা আমাদের আত্মবিশ্বাস দেয়। আমরা আবার ধারাবাহিক ছিলাম, কিন্তু এটা মাত্র আরেকটা ধাপ ছিল। বার্সিলোনার হয়ে যেমন আলো ছড়ান তেমনি উরুগুয়ের হয়েও নিয়মিত গোল করে চলেছে সুয়ারেজ। কলম্বিয়ার বিরুদ্ধে ড্র ম্যাচেও গোল করেন এই সুপারস্টার। আর তাতেই সুয়ারেজ পৌঁছে গেছেন নতুন উচ্চতায়। বিশ্বকাপ বাছাইপর্বে এটি উরুগুইয়ান ফরোয়ার্ডের ১৯ নম্বর গোল। এ গোল দিয়েই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার হার্নান ক্রেসপোকে স্পর্শ করেছেন সুয়ারেজ। ১৯৯৮, ২০০২ ও ২০০৬ এই তিন বিশ্বকাপের বাছাইপর্ব মিলিয়ে ১৯ গোল করেছিলেন ক্রেসপোও। সুয়ারেজেরও এটি তৃতীয় বিশ্বকাপ বাছাইপর্ব (২০১০, ২০১৪ ও ২০১৮)। এখন ক্রেসপোকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সুয়ারেজ।
×