ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তানজিন ওপেনের কোয়ার্টারে রাদওয়ানস্কা

প্রকাশিত: ০৬:২১, ১৪ অক্টোবর ২০১৬

তানজিন ওপেনের কোয়ার্টারে রাদওয়ানস্কা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। তানজিন ওপেনের দ্বিতীয়পর্বেও সহজে জয় পেয়েছেন তিনি। বৃহস্পতিবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই রাদওয়ানস্কা অনায়াসেই হারিয়েছেন রাশিয়ার অবাছাই ভেজিনিয়া রোদিনাকে। পোলিশ টেনিস তারকা এদিন ৬-১ এবং ৬-১ সেটে হারিয়েছেন রোদিনাকে। এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ছাড়াও তানজিন ওপেনের দ্বিতীয়পর্বের বাধা পেরিয়েছেন চীনের পেং শুয়াই, আমেরিকার এ্যালিসন রিস্ক এবং পুয়ের্তো রিকোর মনিকা পুইগ। গত সপ্তাহেই চীনা ওপেনের শিরোপা জেতেন রাদওয়ানস্কা। শিরোপা জয়ের লড়াইয়ে ব্রিটেনের জোহানা কন্টেকে হারিয়ে মৌসুমের তৃতীয় ট্রফি নিজের শোকেসে তোলেন তিনি। চীনা ওপেনের পর তানজিন ওপেনেও দুর্দান্ত এ পোলিশ তারকা। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে পাত্তাই দেননি তিনি। প্রথম ম্যাচে ৬-১ এবং ৬-২ সেটে পরাজিত করেন তাজানা মারিয়াকে। সেই সঙ্গে এ মৌসুমের ৫০তম ম্যাচ জয়ের স্বাদ পান তিনি। দ্বিতীয়পর্বেও প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা এ পোলিশ তারকা। তানজিন ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাদওয়ানস্কা। গত মৌসুমে এ টুর্নামেন্টের শিরোপা জিতেই ডব্লিউটিএ ফাইনালসে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। এবার অবশ্য সে চাপ নেই তার। কেননা, চীনা ওপেনেই যে বছরের শেষ বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন তিনি। তাই এবার তানজিন ওপেনে বেশ ফুরফুরে মেজাজেই কোর্টে নামেন তিনি। টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে দারুণ রোমাঞ্চিত রাদওয়ানস্কা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব সহজেই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জিতে আমি খুবই আনন্দিত। চীনা ওপেনের মতো এখানেও ওই মাপের পারফর্মেন্স উপহার দিতে পেরেও খুব ভাল লাগছে।’ এ সময় ২৭ বছর বয়সী রাদওয়ানস্কা আরও বলেন, ‘এ বছরটা আমার জন্য অনেক ভাল কাটছে। আমি ইতোমধ্যেই ডব্লিউটিএ ফাইনালসে খেলার জন্য নির্বাচিত হয়েছি। এটা অবশ্যই অনেকাংশে চাপ কমিয়ে দিয়েছে। কিন্তু তারপরও আমি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাই। কোর্টে আমার নিজের সেরাটা দিয়ে খেলতে চাই।’ তানজিন ওপেনের কোয়ার্টার ফাইনালে আজ আবারও কোর্টে নামছেন রাদওয়ানস্কা। এখানে তার প্রতিপক্ষ হিসেবে সামনে দাঁড়াবেন চীনের পেং শুয়াই, দ্বিতীয়পর্বে যিনি ৬-৩ ও ৬-২ সেটে হারিয়েছেন চাইনিজ তাইপের কাই-চেন চ্যাংকে। চীনা ওপেনে ক্যারিয়ারের ২০তম শিরোপা জিতেছেন রাদওয়ানস্কা। এটা জিততে পারলে ক্যারিয়ারের ২১তম ট্রফি জয়ের স্বাদ পাবেন তিনি। সেই সঙ্গে আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ডব্লিউটিএ ফাইনালসে ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন রাদওয়ানস্কা। তানজিন ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন মনিকা পুইগও। টুর্নামেন্টের পঞ্চম বাছাই পুইগ এদিন ৬-৪ ও ৬-২ সেটে হারান লারা অরাবারেনাকে। গত আগস্টে রিও অলিম্পিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন পুইগ। অসাধারণ পারফর্ম করে রিও অলিম্পিকের স্বর্ণপদক জিতে নেন তিনি। ফাইনালে দুর্দান্তগতিতে ছুটতে থাকা জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে পরাজিত করে পুয়ের্তো রিকোকে প্রথম স্বর্ণপদক উপহার দেন মনিকা পুইগ। অলিম্পিকের পর অবশ্য ইউএস ওপেনসহ আরও বেশ কয়েকটি ইভেন্টে কোর্টে নামেন তিনি।
×