ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দ্বিপাক্ষিক ইস্যুতে ঢাকা ও দিল্লী নিবিড়ভাবে কাজ করবে

প্রকাশিত: ০৮:২৯, ১১ অক্টোবর ২০১৬

দ্বিপাক্ষিক ইস্যুতে ঢাকা ও দিল্লী নিবিড়ভাবে কাজ করবে

যোগাযোগ, নিরাপত্তা, সন্ত্রাস প্রতিরোধ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং অভিবাসী কল্যাণসহ দ্বিপাক্ষিক বিষয়ে আরও নিবিড়ভাবে কাজ করবে ঢাকা ও নয়াদিল্লী। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব) বিজয় সিং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বলেন, অখ- যোগাযোগ ও নিরাপদ এশিয়া গঠনে বাংলাদেশ ভারতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। রবিবার ব্যাঙ্ককে শুরু হওয়া দ্বিপাক্ষিক এসিডি সম্মেলনে (সামিট) যোগ দিয়ে তারা সাইডলাইনে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই দিনের এই সম্মেলন সোমবার শেষ হয়। খবর বাসসর। তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং সড়ক ও রেল যোগাযোগ প্রকল্পে আঞ্চলিক সহযোগিতার চতুর্পক্ষীয় ফোরাম বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল (বিবিআইএন) ও বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমারের (বিসিআইএম) সম্পর্কযুক্ত বিষয় নিয়েও আলোচনা করেন। শাহরিয়ার আলম বলেন, আমাদের দুই দেশের মানুষের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগ ও জ্বালানি নিরাপত্তা এজেন্ডায় সামনের দিকে অগ্রসর হতে চায়। এ ক্ষেত্রে বাংলাদেশ ভারতের সঙ্গে এসিডি ও অন্যান্য আঞ্চলিক সহযোগিতা ফোরামে কাজ করবে। তিনি পুনরায় আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য নবম জিএফএমডি সম্মেলনে (সামিট) ভারতকে আমন্ত্রণের বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং এ ব্যাপারে সম্মেলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব সম্পর্কে অবহিত করেন। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামে তার সফরের দায়িত্বের কথা স্মরণ করে বিজয় সিং সন্ত্রাস প্রতিরোধ, আঞ্চলিক যোগাযোগ ও আসিয়ান সংলাপ পার্টনারশিপে একাত্তরের মতোই ভারত বাংলাদেশের প্রতি তার সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন। থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন। রূপগঞ্জে পূজাম-পে ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়ায় ঘটে এ ঘটনা। রাত দশটার দিকে নাওড়া পূর্বপাড়া পূজাম-প পরিদর্শন করতে যান এমপি গোলাম দস্তগীর গাজীসহ (বীরপ্রতীক) দলীয় কর্মী-সমর্থকরা। এ সময় কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকও পূজাম-প পরিদর্শনে যান। এ সময় ইউপি সদস্য মোশারফ ও তার লোকজন রফিক চেয়ারম্যানকে ম-পে প্রবেশে বাধা দেয়। এ নিয়ে মোশারফের লোকজনের সঙ্গে রফিক চেয়ারম্যানের লোকজনের বাগ্বিত-ার একপর্যায়ে মোশারফের লোকজন রফিক চেয়ারম্যানের লোকজনের ওপর হামলা চালায়। রফিক চেয়ারম্যানের লোকজনও পাল্টা হামলা চালায়। উভয়পক্ষ ধারালো অস্ত্রসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে ম-প এলাকা ত্যাগ করে। এমপি গোলাম দস্তগীর গাজী উভয়পক্ষের সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে নেতাকর্মীদের নিয়ে এমপি ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
×