ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের সেবা পেতে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ০৭:৫৫, ১১ অক্টোবর ২০১৬

পুলিশের সেবা পেতে ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের সেবা পেতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ডিএমপির রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার। পুলিশের কাছ থেকে মানুষ সঠিক সেবা পাচ্ছেন কিনা, তা নিশ্চিত করতে রমনার পাঁচ থানার সামনে ডিজিটাল ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। তাতে লেখা রয়েছে, থানা পুলিশের নিকট থেকে আইনগত সেবা, সহায়তা ও ভাল ব্যবহার না পেলে নিম্নোক্ত নম্বরে অভিযোগ করুন। অভিযোগের জন্য লিখে দেয়া হয়েছে রমনা বিভাগের ডিসি, এডিসি ও এসির মোবাইল নম্বর। ডিএমপি রমনা বিভাগের রমনা মডেল, শাহবাগ মডেল, নিউমার্কেট, কলাবাগান ও ধানম-ি মডেল থানায় এমন উদ্যোগ নেয়া হয়েছে। কেউ যদি থানায় গিয়ে কাক্সিক্ষত আইনী সহায়তা না পান, তাহলে অভিযোগ করলে প্রতিকারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। থানা পাঁচটির পুলিশের কাছ থেকে নাগরিকরা যাতে ভাল ব্যবহার পান, এজন্যই উদ্যোগ। এতে থানা পাঁচটির পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত হবে।
×