ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ জিতেই অবসর নেবেন মেসি!

প্রকাশিত: ০৪:২৮, ১১ অক্টোবর ২০১৬

বিশ্বকাপ জিতেই অবসর নেবেন মেসি!

আশাবাদ আর্জেন্টাইন কোচ বাউজার স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ফুটবলের রঙ্গমঞ্চে রঙিন অভিষেক হয়েছিল লিওনেল মেসির। সেটা ২০০৬ জার্মান বিশ্বকাপের কথা। বিশ্বকাপ অভিষেকে মাঠে নেমেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছিলেন সে সময়ের ১৮ বছর বয়সী তরুণ। গ্রুপ পর্বে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে ৭৪ মিনিটে ম্যাক্সি রড্রিগুয়েজের বদলি হিসেবে নেমে ১৪ মিনিট পরই প্রথম গোল পেয়েছিলেন মেসি। ৮৮ মিনিটে করা সেই গোলটির মধ্য দিয়েই ফুটবলবিশ্বে নিজের আগমণী বার্তা পৌঁছে দিয়েছিলেন এ যুগের বিস্ময় বালক। কিন্তু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে মেসির এর পরের অধ্যায়ে যোগ হয় শুধুই হতাশা, ব্যর্থতা, আপসোস আর হাহাকার। অভিষেকে আলো ছড়ানোর পর আর নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যর্থ হন। তবে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে পৌঁছে গিয়েছিলেন স্বপ্ন পূরণের কাছাকাছি। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসির। এরপর ২০১৫ ও ২০১৬ টানা দুই বছর দুটি কোপা আসরের ফাইনালেও পরাজিত দলের সদস্য হন পাঁচবারের ফিফা সেরা তারকা। এরপর রাগে ক্ষোভে অবসর নিয়ে নিয়েছিলেন ক্ষুদে এই জাদুকর। তবে দেশের টানে আবারও ফিরেছেন। চারবার দেশের জার্সিতে ফাইনালে হারলেও অনেক মনে করেন, এখনও মেসির সুযোগ আছে বিশ্বকাপ জিতে অবসর নেয়ার। সোমবার এক সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন আর্জেন্টাইন কোচ এডগার্ডো বাউজা। জাতীয় ক্রিকেট লীগে জুনায়েদের সেঞ্চুরি স্পোর্টস রিপোর্টার ॥ ১৮তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিন ছিল বৃষ্টির দাপট। এ কারণে কক্সবাজারে চলমান প্রথম স্তরের দুই ম্যাচ ঢাকা বিভাগ-বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন-খুলনা বিভাগের ম্যাচের তৃতীয় দিন একটা বলও হয়নি। তবে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের জুনায়েদ সিদ্দিকীর শতক তার দলকে এখনও ২ রানে এগিয়ে রেখেছে রংপুর বিভাগের বিপক্ষে। অপর ম্যাচে, চট্টগ্রাম বিভাগের চেয়ে ২০৩ রানে এগিয়ে গেছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা সিলেট বিভাগ। ফতুল্লায় আগের দিনের ৫ উইকেটে ১১৫ রান নিয়ে খেলতে নেমে আরও ২০০ রান যোগ করে ৩১৫ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের প্রথম ইনিংস। ইয়াসির আলী ১৯৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৯৫ এবং মোহাম্মদ সাইফুদ্দিন ১১৮ বলে ৬ চারে ৫৬ রান করেন। ৬৬ রানে ৫ উইকেট নেন অফস্পিনার শাহানুর রহমান। এনামুল হক জুনিয়র পান তিনটি। ১২৯ রানে এগিয়ে থেকে সিলেট দ্বিতীয় ইনিংসে দিনশেষে তুলেছে ২ উইকেটে ৭৪ রান। ২০৩ রানের বড় লিড নিয়েছে তারা ইতোমধ্যে। বিকেএসপিতে বোলারদের দাপটে ৬ উইকেটে ১৫৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল রাজশাহী। তবে তৃতীয় দিনে আরও ১০৯ রান যোগ করে তারা। ২৬৮ রানে শেষ হয় রাজশাহীর প্রথম ইনিংস এবং ৩৪ রানে এগিয়ে থাকে তারা। জুনায়েদ ১৭৭ বলে ১৪ চারে ১২৬ রান করেন। শেষদিকে সানজামুল ইসলামের ৮৯ বলে করা ৪০ রানের সুবাদে আড়াই শ’ পেরোতে সক্ষম হয় রাজশাহী। সাদ্দাম হোসেন ৪৬ রানে ৪ এবং শুভাশিষ রায়, সাজেদুল ইসলাম ও আরিফুল হক দুটি করে উইকেট নেন। দিনশেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩২ রান তুলেছে রংপুর। তারা পিছিয়ে ২ রানে। আন্তর্জাতিক হ্যান্ডবলে ভারত-পাকিস্তানের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে সোমবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে পুরুষ বিভাগের (অনুর্ধ ২১) তিনটি ও শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মহিলা বিভাগের (অনুর্ধ ১৯) তিনটি খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের প্রথম খেলায় ভারত ৫২-১৪ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৩২-১৬ গোলে হারায় নেপালকে। তৃতীয় ম্যাচে আফগানিস্তান ২৪-২২ গোলে হারায় মালদ্বীপকে। প্রথমার্ধে আফগানরা ১৩-১১ গোলে এগিয়ে ছিল। মহিলাদের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কা ১৮-১৬ গোলে হারায় আফগানিস্তানকে। দ্বিতীয় ম্যাচে ভারত ৪৫-১৬ গোলে নেপালকে হারিয়ে বড় জয় তুলে নেয়। চীনা ওপেনের শিরোপা জিতলেন মারে স্পোর্টস রিপোর্টার ॥ অপ্রতিরোধ্য গতিতেই ছুটছেন এ্যান্ডি মারে। এবার চীনা ওপেনের শিরোপা জিতলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। রবিবার টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা মারে হারিয়েছেন অবাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভকে। ফাইনালে তিনি ৬-৪ ও ৭-৬ (৭-২) গেমে হারান দিমিত্রোভকে।
×