ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ার্মআপ শুরু করেছেন শারাপোভা

প্রকাশিত: ০৪:২৭, ১১ অক্টোবর ২০১৬

ওয়ার্মআপ শুরু করেছেন শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও কোর্টে ফিরেছেন মারিয়া শারাপোভা। সোমবার লাস ভেগাসের এক চ্যারিটি টুর্নামেন্টে অংশ নেন তিনি। এর ফলে আগামী এপ্রিলেই নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরতে যাওয়া রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল নিজেকে ফেরানোর লড়াইয়ের প্রস্তুতি পর্বটাও যেন শুরু করে দিলেন। চলতি বছরের শুরুতেই গোটা বিশ্বের টেনিসপ্রেমীকে হতবাক করে ডোপ কেলেঙ্কারির তালিকায় নাম লেখান মারিয়া শারাপোভা। সব ধরনের টেনিস প্রতিযোগিতা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। তবে মেলডোনিয়াম যে নিষিদ্ধ ওষুধ তা নাকি জানতেন না মাশা। যে কারণে সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেন রাশিয়ান টেনিসের প্রতিভাবান এই তারকা। অবশেষে গত সপ্তাহে তার রায় দেয় আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ আদালত। যেখানে তার দুই বছরের শাস্তির মেয়াদ কমিয়ে ১৫ মাসে নিয়ে আসা হয়। এর ফলে আগামী ২৬ এপ্রিল তার নিষেধাজ্ঞার অবসান ঘটবে। এবং মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনেই খেলার সুযোগ পাবেন। গত সপ্তাহে শারাপোভা এক বিস্ময়কর তথ্য দেন! আন্তর্জাতিক টেনিস ফেডারেশন নাকি এই ডোপিং কেলেঙ্কারির জন্য তাকে দিয়ে উদাহরণ তৈরি করতে চেয়েছিলেন! এ প্রসঙ্গে শারাপোভা এক সাক্ষাতকারে বলেন, ‘আমি ২৪ মাসের নিষেধাজ্ঞা পাই। কিন্তু তারা (আইটিএফ) এটাকে চার বছর করতে চেয়েছিল।’ শারাপোভা অবশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে, তিনি কোন ধরনের পারফর্মেন্স বর্ধিত বস্তু সেবন করেননি। রাশিয়ান এই টেনিস তারকার নিষেধাজ্ঞার পক্ষে অনেকেই মন্তব্য করেছেন। আবার অনেকে তার বিপদের সময়ে পাশেও দাঁড়িয়েছেন। তবে শারাপোভা যে না জেনে এই মেলডোনিয়াম ওষুধ সেবন করতেন তা বিশ্বাস করতে পারেননি অস্ট্রেলিয়ার টেনিস তারকা সামান্থা স্টোসার। এ প্রসঙ্গে তিনি একটি টেনিস সাময়িকীতে বলেছিলেন, ‘প্রকৃতপক্ষে আমি এটি বিশ্বাস করতে পারি না। এ্যাথলেটদের জন্য এটা খুবই খারাপ উদাহরণ।’ শারাপোভার বর্তমান বয়স ২৯। নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরার সময় তা বেড়ে দাঁড়াবে ত্রিশে। যে কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিস প্রতিযোগিতায় ফেরাটা হবে তার জন্য খুবই চ্যালেঞ্জিং। চেক-আমেরিকান টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভাও মনে করেন তা। তবে শারাপোভার জন্য তা খুব কঠিন হবে না বলেও মন্তব্য করেছেন ৫৯ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি। এ প্রসঙ্গে নাভ্রাতিলোভা তার টুইটার একাউন্টে লিখেন, ‘বড় ভুলের জন্য শারাপোভাকে চরম মূল্য দিতে হলো। মারিয়ার জন্য এখনও ফেরাটা খুব কঠিন। কিন্তু আমরা সকলেই তার সম্পর্কে জানি। সেও যে কতটা কঠিন ...।’ গত এক যুগ ধরেই টেনিস বিশ্বের আলোচিত নাম মারিয়া শারাপোভা। সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচ গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। রাশিয়ার প্রথম এবং বিশ্ব টেনিসের দশম প্রমীলা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সøাম জয়ের মাইলফলকও স্পর্শ করেছেন শারাপোভা। শুধু টেনিস কোর্টেই নয়। শারাপোভা আলো ছড়িয়েছেন ফ্যাশন দুনিয়াতেও। তার রূপ গুনে মুগ্ধ- বিমোহিত বিশ্বের কোটি কোটি সমর্থক। টেনিস থেকে নিষিদ্ধ হওয়ার আগের এক দশকে বিশ্বের সবচেয়ে দামী প্রমীলা এ্যাথলেটের তকমাটাও গায়ে মাখানো ছিল তার। কিন্তু এ বছরই শারাপোভাকে টপকে শীর্ষে পৌঁছে যান সেরেনা উইলিয়ামস।
×