ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার কানাডা দূতাবাসের সংবর্ধনা কৃষ্ণারানীদের

প্রকাশিত: ০৪:২৭, ১১ অক্টোবর ২০১৬

এবার কানাডা দূতাবাসের সংবর্ধনা কৃষ্ণারানীদের

স্পোর্টস রিপোর্টার ॥ নজরকাড়া সাফল্যের আরেকটি স্বীকৃতি পেল বাংলাদেশ অনুর্ধ ১৬ মহিলা জাতীয় ফুটবল দল। কদিন আগে ‘এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব’ আসরে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে উন্নীত হওয়ায় সোমবার তাদের সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছে কানাডা দূতাবাস। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের সব ফুটবলার ও কোচিং স্টাফদের একটি করে সাদৃশ্য ক্রেস্ট দেয়া হয়। এরপর সংবর্ধনা শেষে কানাডা রাষ্ট্রদূত বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে গিয়ে বাংলাদেশ মহিলা দলের অনুশীলন পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কানাডিয়ান রাষ্ট্রদূত বেনওয়া পিয়েরে লাঘামে, বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্রসহ অনেকে। কানাডা রাষ্ট্রদূত লাঘামে বলেন, ‘বাংলাদেশের মেয়েদের অভিনন্দন। এখানে আসতে পেরে আমি অনেক রোমাঞ্চিত। কেননা আমি একজন ফুটবলপ্রেমী। তরুণ বয়সে ফুটবল খেলেছি। এখানকার পত্রিকাগুলোতে বাংলাদেশের মহিলা ফুটবলারদের সাফল্য গাথার সংবাদ পড়েছি, তাদের সম্পর্কে আদ্যোপান্ত জেনেছি। আশা করি আগামীতে বাংলাদেশ দল একটি প্রীতি ম্যাচ খেলতে পারবে কানাডা মহিলা ফুটবল দলের সঙ্গে।’ বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেন, ‘আমদের মেয়েদের সংবর্ধিত করায় কানাডা দূতাবাসকে অশেষ ধন্যবাদ। এতে আমরা কৃতজ্ঞ।’ উল্লেখ্য, এর আগে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ দলকে জেমকন গ্রুপ, সাইফ গ্লোবাল স্পোর্টস এবং ক্যাল্ডওয়েল ডেভেলপার্স জনপ্রতি ৫০ হাজার করে আর্থিক পুরস্কার দেয়। এছাড়া এসএস সলিউশনস আগামী এক বছরের জন্য বাংলার বাঘিনীদের মাসিক ভাতা দেয়ার ঘোষণা দেয়। ২০ সেপ্টেম্বর ওয়ালটন বাংলাদেশ দলের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়। ২২ সেপ্টেম্বর বাফুফেকে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্ক’ মহিলা দলকে তাদের প্রতিষ্ঠানের তৈরি নিজস্ব স্মার্ট ফোন, ক্লাউড স্টোরেজ ও আনুষঙ্গিক সামগ্রী প্রদান করে। এদিকে অনুর্ধ ১৬ নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বাংলাদেশের এই তারকাদের সংবর্ধনা দেয়া হবে। তবে এই দুটি সংবর্ধনার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
×