ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় স্বজনদের উৎকণ্ঠা

৫ কিশোর নিখোঁজ

প্রকাশিত: ০৩:৫৮, ৯ অক্টোবর ২০১৬

৫ কিশোর নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ অক্টোবর ॥ জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার মহিষবেড় গ্রামের পাঁচ কিশোরের সন্ধান মিলছে না। টানা আট দিন ধরে তারা রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া ওই পাঁচ কিশোরের মধ্যে দু’জন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। বাকি তিনজন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে পড়ে। পুলিশ এবং তাদের স্বজনরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছে না। চরম উদ্বেগ-উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়েছে ওই কিশোরদের পরিবার। নিখোঁজ হওয়া কিশোররা হচ্ছেÑ পূর্বধলার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন মহিষবেড় গ্রামের ফরিদ মিয়ার ছেলে বেলাল হোসেন (১৫), হেলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া (১২), শফিকুল ইসলামের ছেলে আরিফ মিয়া (১৩), হামেদ আলীর ছেলে রবিকুল ইসলাম (১৩) ও আইনুদ্দিনের ছেলে হৃদয় (১৩)। এদের মধ্যে বেলাল হোসেন স্থানীয় শালদীঘা তালি-ই-মাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে এবং নয়ন মিয়া একই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এছাড়া অপর তিনজন শ্যামগঞ্জের জালশুকা-কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। এদের মধ্যে বেলাল ও নয়ন সম্পর্কে চাচাত ভাই। আর আরিফ তাদের ভাতিজা। অপর দু’জনের বাড়িও তাদের পাশাপাশি। নিখোঁজ কিশোরদের স্বজনরা জানান, ওই পাঁচ কিশোর গত ১ অক্টোবর মাদ্রাসা ও স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর তারা বাড়ি ফিরেনি। এদের মধ্যে বেলালের সঙ্গে একটি মোবাইল ফোন ছিল। নিখোঁজ হওয়ার পরদিন ওই মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও কেউ রিসিভ করেনি। এরপর থেকে তার ফোন নম্বরটির সংযোগ বন্ধ রয়েছে। গত বুধবার প্রত্যেক কিশোরের অভিভাবকরা এ ব্যাপারে পূর্বধলা থানায় জিডি করেছেন। পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান জানান, ওই কিশোররা নিখোঁজ হওয়ার দিন শ্যামগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনে ওঠেছে বলে স্থানীয়রা দেখতে পেয়েছে। বেলালের সঙ্গে থাকা মোবাইল নম্বরটি ট্র্যাকিং করে ঢাকার কাকরাইল এলাকায় অবস্থান করছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছিল। পরবর্তীতে সেখানে তাদের স্বজনদের পাঠানো হলেও কিশোরদের সন্ধান মেলেনি।
×