ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবমূল্যায়নের অভিযোগ জাপা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশিত: ০৪:০৫, ৮ অক্টোবর ২০১৬

অবমূল্যায়নের অভিযোগ  জাপা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার ॥ দলে অবমূল্যায়নের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী। শুক্রবার আনুষ্ঠানিকভাবে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ বিষয়ে মাওলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে পদত্যাগের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। রাজপথের এমন কোন সভা-সমাবেশ নেই যেখানে আমার উপস্থিতি ছিল না। কিন্তু আমি মনে করি এই দলে আমার শ্রমের মূল্যায়ন হয়নি। দলটির চেয়ারম্যান এরশাদের সরাসরি পদত্যাগপত্র জমা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমি এখন ক্লান্ত। কিছুদিন বিশ্রাম নিতে চাই। দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৪ জুন পিএনপি থেকে পদত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। তখন থেকেই দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এরপর জাতীয় পার্টিতে পদোন্নতি পাওয়ার জন্য চেষ্টা চালান গোলাম মাওলা। কিন্তু দীর্ঘ সময়েও পদোন্নতি না পেয়ে অনেকটা অভিমান করেই পদত্যাগ করছেন তিনি। নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন পরিচ্ছন্ন ইমেজধারী একজন নেতা।
×