ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ৫ দশমিক ৫২

প্রকাশিত: ০৮:২৬, ৭ অক্টোবর ২০১৬

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ৫ দশমিক ৫২

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, ৫ দশমিক ৫২ শতাংশ পাস করেছে। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৪০ হাজার ২৩৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পাস করে দুই হাজার ২২১ জন। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ১০ জন। ‘গ’ ইউনিটের অধীনে আসন রয়েছে এক হাজার ৩০০টি। তিন পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া উট এঅ লিখে জড়ষষ ঘড় টাইপ করে ১৬৩২১ নম্বরে যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে ংবহফ করে ফিরতি ঝগঝ-এ ভর্তিচ্ছুরা ফল জানতে পারবে। পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর হতে ১৬ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিষয় পছন্দ তালিকা পূরণ করতে পারবে।
×