ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভূমিকম্পে করণীয় নিয়ে সচিবালয়ে মহড়া রবিবার

প্রকাশিত: ০৭:০৬, ৭ অক্টোবর ২০১৬

ভূমিকম্পে করণীয় নিয়ে সচিবালয়ে মহড়া রবিবার

বিশেষ প্রতিনিধি ॥ ভূমিকম্প সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি করতে আগামী রবিবার সচিবালয়ে মহড়া অনুষ্ঠিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এ মহড়ার আয়োজন করেছে। ভূমিকম্পে করণীয় এবং অগ্নি প্রতিরোধ, আগুন নেভানো, উদ্ধার ও জরুরী বহির্গমন বিষয়ে ওই দিন বেলা ১১টায় এ মহড়া হবে। পাশাপাশি ঢাকা মহানগরীতে চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে ভূমিকম্প মহড়া নিয়ে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল এ কথা বলেন। এর আগে গত ২৭ এপ্রিল সচিবালয়ে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ এ ভবনগুলো এক মাসের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছিল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন, ঢাকা মহানগরীতে চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন আগামী ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছি। এর মধ্যে কিছু সরকারী ভবনও রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে গ্যাস, বিদ্যুত, পানিসহ ইউটিলিটি সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। চারটি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান সচিব। শাহ কামাল জানান, এছাড়াও খুলনায় ৪০, চট্টগ্রামে ২৪ ও সিলেটে ৩১টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সচিবালয়ে ৩ ও ৪ নম্বর ভবনটি বেশ পুরনো জানিয়ে সচিব বলেন, এ দুটি ভবন রেট্রোফিটিং (সংস্কার) করা হবে। এ ভবনগুলোতে অবস্থানকারীদের আমরা সচেতন করে তুলব। মহড়ার সময় উদ্ধার অভিযানের সঙ্গে সবাইকে সচেতন করে তোলা হবে। মহড়ায় অংশ নেয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পার্সনদের নিয়ে সভা হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বলেন, আগামী ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হবে। দিবসের অংশ হিসেবে সচিবালয়ে মহড়ার আয়োজন করা হয়েছে। ১০ অক্টোবর সদরঘাটে ভূমিকম্পের আরেকটি মহড়া অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে মহড়ার বিভিন্ন দিক তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ গোলাম মোস্তফা। তিনি জানান, মহড়ায় ৯ অক্টোবর সচিবালয়ের স্বাভাবিক দৈনন্দিন কাজের মধ্যে বেলা ১১টায় ঢাকা থেকে ৪৫০ কিলোমিটার দূরে বাংলাদেশ-মিয়ানমান সীমান্তে রিখটার স্কেলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে ধরা হবে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে সাইরেন বাজানো হবে। এতে বিভিন্ন ভবনের নিচতলায় অবস্থানকারী লোকজন মাথার উপরে ব্যাগ বা হাত বা শক্ত কিছু রেখে সারিবদ্ধভাবে বের হয়ে পূর্ব নির্ধারিত খোলা জায়গায় অবস্থান করবেন। দ্বিতীয় তলা থেকে উপরের তলায় অবস্থানকারী লোকজন জীবন রক্ষার জন্য ভবনে নিরাপদ স্থানে (এ্যাসেম্বলি এরিয়া) অবস্থান নেবেন। কলাম ও বিমের সংযোগ স্থলঘেঁষে, শক্ত ও মজবুত টেবিলের নিচে বা ফার্নিচারের পাশে অবস্থান করবেন লোকজন। নিরাপদ স্থানে অবস্থানের সময় ৬০ থেকে ১ পর্যন্ত কাউন্টডাউন করা হবে। সিঁড়ি দিয়ে নামার সময় যদি কেউ আহত হন তবে আহতদের সহকর্মীরা ইমার্জেন্সি রেসকিউ পদ্ধতিতে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার স্থানে নিয়ে আসবেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৯ ও ১১ অক্টোবর মার্কিন দূতাবাস বন্ধ কলম্বাস দিবস উপলক্ষে আগামী ৯ অক্টোবর রবিবার এবং দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট এ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। খবর বাসসর।
×