ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালের সমস্যা রোনাল্ডো!

প্রকাশিত: ০৬:৫৮, ৭ অক্টোবর ২০১৬

রিয়ালের সমস্যা রোনাল্ডো!

স্পোর্টস রিপোর্টার ॥ কি মাঠ, কি মাঠের বাইরে সবখানেই সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বলিষ্ঠ শরীর আর সুন্দর চেহারা দিয়ে সুন্দরী রমণীদেরও হরহামেশা পটান রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার! এসবের প্রভাব দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমেও। প্রশংসা, নিন্দা সবই জোটে সি আর সেভেনের। এই যেমন এবার তাকে সমালোচনায় ধুয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফ্যাবিও কাপেলো। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ভরাডুবির জন্য দায়ী রোনাল্ডো। স্প্যানীশ লা লিগায় হ্যাটট্রিক ড্র করেছে রিয়াল মাদ্রিদ। তারও আগে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচেও ড্র। সবমিলিয়ে টানা চার ম্যাচ জিততে পারেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দলের এই ছন্দ হারানোর জন্য রোনাল্ডোকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কাপেলো। এ মুহূর্তে পর্তুগীজ অধিনায়ককেই রিয়ালের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন তিনি। রিয়ালের ব্যর্থতার জন্য রোনাল্ডোর ফিটনেস ঘাটতিকে দায়ী করছেন সাবেক ইংল্যান্ড ও রাশিয়ার কোচ। গ্যালাক্টিকোদের খেলায় তার নেতিবাচক প্রভাব পড়ছে বলে তার অভিমত। হাঁটুর ইনজুরি কাটিয়ে চলতি মৌসুমে সাতটি লীগ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে খেলেছেন রোনাল্ডো। গোল করেন মাত্র একটি। ইতালিয়ান কোচ কাপেলো এ প্রসঙ্গে বলেছেন, নিজের ফিটনেসের সঙ্গে লড়াই করছেন রোনাল্ডো যার মাসুল দিচ্ছে রিয়াল। তিনি জোর দিয়েই বলছেন, পর্তুগীজ অধিনায়ক শারীরিকভাবে ভাল অবস্থায় নেই। ৭০ বছর বয়সী কাপেলো বলেন, রিয়ালের বর্তমান সমস্যা এখন রোনাল্ডো। কারণ সে এ মুহূর্তে শারীরিকভাবে ভাল নেই এবং তাদের সেরা খেলোয়াড়ও নয়। অবশ্য এসব নিয়ে ভ্রƒক্ষেপ নেই রোনাল্ডোর। সদ্যই তিনি নিজের দ্বিতীয় হোটেলের উদ্বোধন করছেন। আর জানিয়েছেন খেলতে চান আরও ১০ বছর। তারকা এই ফুটবলার মাঠের বাইরেও সমান জনপ্রিয়। কিছুদিন আগে এক জরিপে দেখা যায় অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে পুরুষদের মধ্যে সি আর সেভেনের অনুসারীই সবচেয়ে বেশি। সবমিলিয়েও হয়তো দ্রুতই তিনি সবার ওপরে উঠে যাবেন। আপাতত রোনাল্ডো আছেন দুই নম্বরে। তার ওপরে আছেন শুধু যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট। এ্যাপল ট্রি কমিউনিকেশন্সের করা তালিকায় ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম মিলিয়ে ২৩ কোটি ৮০ লাখ অনুসারী নিয়ে দ্বিতীয় স্থানে রোনাল্ডো। ২৪ কোটি ৬০ লাখ অনুসারী নিয়ে তালিকায় শীর্ষে সুইফট। তালিকায় সেরা পাঁচে থাকা তারকাদের মধ্যে রোনাল্ডোই একমাত্র পুরুষ। বাকি তিনজন কেটি পেরি (২১ কোটি ৯০ লাখ), সেলেনা গোমেজ (২০ কোটি ৫০ লাখ) ও রিয়ানা (১৯ কোটি)।
×