ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, ম্যাচসেরা ডেভিড মিলার

দুর্বার দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৬:৫৬, ৭ অক্টোবর ২০১৬

দুর্বার দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। যে কারণে অস্ট্রেলিয়ার জন্য তৃতীয় ওয়ানডে ছিল সিরিজে টিকে থাকার ম্যাচ। কিন্তু এই ম্যাচেও জয় পেল না স্টিভেন স্মিথের দল। অস্ট্রেলিয়াকে এদিন ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল ফাফ ডু প্লেসিসের দল। বুধবার ডারবানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টিভেন স্মিথ। দুর্দান্ত শুরু করে ৬ উইকেট হারিয়ে ৩৭১ রানের বিশাল রানের টার্গেট ছুড়ে দেয় অসিরা। কিন্তু ৪৯.২ ওভারেই ৬ উইকেটে ৩৭২ রান তুলে ফেলে প্রোটিয়ারা। এর ফলে ৪ বল আগেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। সেইসঙ্গে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয় ফাফ ডু প্লেসিসের দল। অথচ এদিন শুরু থেকেই দেখে শুনে খেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সেঞ্চুরি করেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (১১৭) এবং অধিনায়ক স্টিভেন স্মিথ (১০৮)। তৃতীয় সর্বোচ্চ ৫৩ রান করেন এ্যারন ফিঞ্চ। এছাড়া জর্জ বেইলি ২৮, ট্র্যাভিস হেড ৩৫ রান করে আউট হলেও ১৭ রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও ইমরান তাহির উভয়ই দুটি করে উইকেট লাভ করেন। আর কাগিসো রাবাদা এবং আন্দিল ফেহলুকায়াও ১টি করে উইকেট দখল করেন। অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া বড় টার্গেটের জবাবে শুরুটা ভালই করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ২৬৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফেললে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় অস্ট্রেলিয়ার দিকে। কিন্তু পথ হারানো সেই দক্ষিণ আফ্রিকার একপাশ আগলে রাখেন ডেভিড মিলার। প্রতিপক্ষের বোলারদের দেখে-শুনে খেলে ধীরে ধীরে দলকেও এগিয়ে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যেই প্রায় হারতে যাওয়া ম্যাচে জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা। ৭৯ বল খেলে ১০ চার ও ৬ ছক্কার সৌজন্যে ১১৮ রান করেন মিলার। আর তাকে সঙ্গ দিয়ে জয়ের কৃতিত্ব নেন আন্দিল ফেহলুকায়াও। দলের গুরুত্বপূর্ণ সময়ে ৩৯ বলে ৪২ রানের ঝলমলে ইনিংস উপহার দেন তিনি। প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক। এছাড়া হাশিম আমলা ৪৫, ডু প্লেসিস ৩৩ এবং ২০ রান করেন জেপি ডুমিনি। ম্যাচ সেরার পুরস্কার জিতেন দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক সেঞ্চুরিয়ান ডেভিড মিলার। মিলার-ফেহলুকায়াওদের এমন পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস। অসম্ভব এই জয়ের পর যেন ভাষাই হারিয়ে ফেলেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘সত্যি কথা বলতে আমি ভাষাই হারিয়ে ফেলছি! জয়ের মুহূর্তটাকে খুবই উপভোগ করেছি। কারণ অস্ট্রেলিয়ার এই দলের বিপক্ষে ৩-০ ব্যবধান হবে তা কখনই ভাবতে পারিনি।’ প্রোটিয়া অধিনায়কের হৃদয়কে আনন্দ-উল্লাস ছুঁয়ে গেলেও হতাশ স্টিভেন স্মিথ। কেননা অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার পর সব ফরমেটের শেষ ৯ ম্যাচের সাতটিতেই যে পরাজয় দেখেছেন তিনি! তার কাছে এমন পরাজয়টা তাই, ‘খুবই কষ্টের। কারণ স্কোরবোর্ডে ৩৭০ রান করার পর আপনি খুব বেশি ম্যাচে হারবেন না।’ আগামী ৯ অক্টোবর পোর্ট এলিজাবেথে চতুর্থ একদিনের ম্যাচে মুখোমুখি হবে তারা। এর তিনদিন পর কেপটাউনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
×