ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএইচএফ কাপ হকি

বাংলাদেশ দলের অনুশীলন শুরু

প্রকাশিত: ০৫:০৯, ৬ অক্টোবর ২০১৬

বাংলাদেশ দলের অনুশীলন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৯-২৭ নবেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হবে ‘এএইচএফ কাপ হকি প্রতিযোগিতা’র পঞ্চম আসর। এতে অংশ নেবে বাংলাদেশ। এই আসরের শীর্ষ চার দল খেলবে এশিয়া কাপ হকির মূলপর্বে। এ আসরে ২০০৬, ২০০৮ এবং ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এ আসরে অংশ নেয়া উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) মঙ্গলবার ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। খেলোয়াড়রা বুধবার বিকেল ৪টায় কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করেন। ওইদিনই বিকেলে তারা প্রথমবারের মতো অনুশীলন করেন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। উল্লেখ্য, জাতীয় হকি দল (২২ খেলোয়াড়) জার্মানিতে একমাসের কন্ডিশনিং ক্যাম্প করবে। এই দলের জন্য নির্বাচিত খেলোয়াড়রা প্রাথমিকভাবে চলে যাবেন জার্মানিতে। সেখানে তারা খেলবেন বিভিন্ন ক্লাবের হয়ে। এ সময় জার্মানির শক্তিশালী ক্লাবগুলোর সঙ্গে জাতীয় দল খেলবে একাধিক প্রস্তুতি ম্যাচ। এরপর দেশে ফিরে ঢাকায় ২০-২৫ দিন ক্যাম্প করে দল যাবে হংকংয়ে খেলতে। ওয়ালটন স্কুল দাবা প্রশিক্ষণ স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন ট্যালেন্ট হান্ট স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা’ সমাপ্ত হয়েছে বুধবার। দিনব্যাপী এই কর্মশালা ধানম-ির শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় স্কুলটির শতাধিক শিক্ষার্থী। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সভাপতিত্ব করেন শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন। সঞ্চালনা করেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ফারজানা হোসেন এ্যানি।
×