ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা প্রাচীর না থাকায় সমস্যা হচ্ছে ॥ আইজি প্রিজন

প্রকাশিত: ০৯:০২, ৫ অক্টোবর ২০১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা প্রাচীর না থাকায় সমস্যা হচ্ছে ॥ আইজি প্রিজন

স্টাফ রিপোর্টার ॥ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা প্রাচীর নির্মাণ না করায় পরিপূর্ণ নিরাপত্তা প্রদানে বিঘœ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ কারাভ্যন্তরে বন্দীদের রোদ-বৃষ্টিতে ও প্রচ- গরমে বিশ্রামের জন্য একটি ও কারাগারের বাইরে বন্দীর সঙ্গে দেখা করতে আসা স্বজনদের বিশ্রামের জন্য তৈরি করা দুটি শেড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এ সময় কারা উপ-মহাপরিদর্শক (হেডকোয়ার্টার্স) এ কে এম ফজলুল হক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেছার আলম,কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান, গাজীপুরের জেলার ফোরকান আহমেদসহ সকল ডেপুটি জেলার উপস্থিত ছিলেন। কারা সূত্র জানায়, কারাগার নির্মাণ প্রকল্পের বাইরে কারা কর্তৃপক্ষ আটক বন্দী ও তাদের স্বজনদের সুবিধার কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে এ দুটি শেড নির্মাণ করে। কারা ক্যান্টিনের লভ্যাংশ থেকে এ দুটি শেড নির্মাণ করা হয়েছে। কারাগারের ভেতরের মাল্টিপারপাস শেডটি বন্দীদের সুবিধার্থে এবং বাইরে বন্দীদের সঙ্গে সাক্ষাত করতে আসা স্বজনদের বসার জন্য তৈরি করা হয়েছে। দুটি শেড তৈরিতে প্রায় ৮০ লাখ টাকা ব্যয় হয়েছে। কারা মহাপরিদর্শক বলেন, প্রকৃতপক্ষে কারাগারের কাজ শুরু করার আগে নিরাপত্তা প্রাচীর করা উচিত ছিল। যা দেশের সকল কারাগারের ক্ষেত্রে তাই করা হয়। যে কোন কারণেই হোক নিরাপত্তা প্রাচীর নির্মাণ না করেই কারাগারটির নির্মাণ শুরু করা হয়েছে। ফলে সকল বন্দীকে পরিপূর্ণ ও নির্বিঘœ নিরাপত্তা প্রদানে সমস্যার সৃষ্টি হচ্ছে। এজন্য এ প্রধান নিরাপত্তা প্রাচীরটি অতিদ্রুত নির্মাণ করা প্রয়োজন।
×