ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক ॥ তুরস্কে ১৩ হাজার পুলিশকে ছাঁটাই

প্রকাশিত: ০৫:৪৯, ৫ অক্টোবর ২০১৬

ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক ॥ তুরস্কে ১৩ হাজার পুলিশকে ছাঁটাই

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম ধর্মপ্রচারক ফেতুল্লাহ্ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কে পুলিশের প্রায় ১৩ হাজার সদস্যকে ছাঁটাই করা হয়েছে। এদের মধ্যে ২৫০০ অফিসার পদমর্যাদার। গুলেন অথবা অনুসারীরা গত জুলাইয়ে তুর্কি সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান করে ব্যর্থ হয়েছে, এই অভিযোগ গুলেন অস্বীকার করে থাকেন। খবর বিবিসির। ওই ঘটনার পর থেকে হাজার হাজার সরকারী কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে কিংবা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষকে। অন্যদিকে, রাজনৈতিক শত্রুদের নির্মূল করার জন্যই এসব করা হচ্ছে এমন একটি অভিযোগ সরকারও অস্বীকার করে থাকে। এসব ছাঁটাইয়ের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে জারি হওয়া জরুরী আইনের মেয়াদ সরকার আরও তিন মাস বাড়িয়েছে। এই মেয়াদ ১৯ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।
×