ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে জান্নাতুল হত্যা মামলায় গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৩, ৫ অক্টোবর ২০১৬

দুর্গাপুরে জান্নাতুল হত্যা মামলায় গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৪ অক্টোবর ॥ জেলার দুর্গাপুরে জান্নাতুলের (২২) বস্তাবন্দী লাশ উদ্ধারের এক মাস পর মূল হত্যাকারীসহ চারজন গ্রেফতার। মঙ্গলবার ভোরে পুলিশের একটি দল উপজেলার বিরিশিরি ও কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে জান্নাতুলের স্বামী রামবাড়ী গ্রামের রুপন মিয়া, সহযোগী বুলবুল মিয়া, শিরবির গ্রামের আবুল হোসেন, আসাদ মিয়াকে গ্রেফতার করে। উল্লেখ্য, জান্নাতুলের মা সখিনা খাতুন মঙ্গলবার মেয়ের স্বামী রুপনকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এমপি রানাসহ সব আসামির দ্রুত বিচার দাবি মুক্তিযোদ্ধা ফারুক হত্যা নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ অক্টোবর ॥ মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি এমপি রানাসহ সকলের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে শহরের নিরালা মোড়ে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বক্তৃতা করেন নিহত মুক্তিযোদ্ধা ফারুক আহমদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, পৌর কাউন্সিলর তানভীর ফেরদৌস নোমান, ছাত্রলীগ নেতা শাফিউল আলম মুকুম, মোস্তাফিজুর রহমান সোহেল, মনির সিকদার, মিলন মাহমুদ, সৈকত চন্দ্র প্রমুখ। মানববন্ধনে বক্তারা আসামি এমপি রানা ও তার তিন ভাইসহ সকল আসামির দ্রুতবিচার আইনে নিয়ে ফাঁসি কার্যকর করার দাবি জানান। যুবক নিখোঁজ! স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর আলুপট্টি এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখায় ২০ হাজার টাকা তুলতে এসে আরমান আলী (১৭) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। গত সোমবার থেকে তার কোন হদিস পাচ্ছেন না পরিবারের লোকজন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ দেয়া হয়েছে। একই অভিযোগ রাজশাহী র‌্যাব অফিসেও দেয়া হয়েছে। নিখোঁজ আরমান আলীর চাচাতো ভাই শিক্ষক শাহাবুল ইসলাম জানান, আরমান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জেলার দুর্গাপুর থানার শুখানদীঘি গ্রামে। তার বাবার নাম নকিম উদ্দীন। টাকা ব্যাংক থেকে তোলার পরে সে বাড়িতে বাড়ি ফিরে আসার কথা ফোন করে বলেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। প্রতিবন্ধী কিশোরীর অভিভাবককে খুঁজছে পুলিশ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বন্দর থানা হেফাজতে থাকা ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে পরিবারের হাতে তুলে দিতে চায় পুলিশ। কিন্তু মেয়েটি তার নাম পরিচয় কিছুই বলতে পারছে না। সোমবার মধ্যরাতে মেয়েটিকে থানায় দিয়ে যান এক গাড়ি চালক। এরপর থেকে সে সেখানেই রয়েছে। পুলিশ জানান, মধ্যরাতে ফ্রি-পোর্ট এলাকায় ঘোরাঘুরি করছিল মেয়েটি। সে কথা বলতে পারে না। এক গাড়িচালক বাকপ্রতিবন্ধী মেয়েটিকে দেখতে পেয়ে রাত একটার দিকে বন্দর থানায় নিয়ে যায়। পুলিশ অনেক চেষ্টা করেও তার ঠিকানা অবহিত হতে পারেনি। কেন্দ্রীয় কারাগারের শেড উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৪ অক্টোবর ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ও সাক্ষাত প্রার্থীদের জন্য নির্মিত দুটি শেড মঙ্গলবার উদ্বোধন করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। কারা ক্যান্টিনের লভ্যাংশ থেকে নির্মিত দুটি শেডের মধ্যে একটি বানানো হয়েছে ভেতরে বন্দীদের জন্য, অপরটি বাইরে বন্দীদের স্বজনদের জন্য। এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন ফজলুল হক, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেছার আলম প্রমুখ। সার ও বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ অক্টোবর ॥ শ্রীবরদীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগ আহ্বায়ক আব্দুর কাদের, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কৃষি অফিসার নাজমুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার মাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান ও একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন প্রমুখ। জানা যায়, পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ১১শ’ ৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হচ্ছে।
×