ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চলছে বেলজিক কোচ টমের ঘষামাজা

সোহেল-দিদারুল আউট মামুন খান ইন

প্রকাশিত: ০৬:৩৭, ৪ অক্টোবর ২০১৬

সোহেল-দিদারুল আউট মামুন খান ইন

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জামাল ভুঁইয়ার খেলায় সন্তুষ্ট নন কোচ টম সেইন্টফিট। তাই ভুটানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফের প্রাথমিক স্কোয়াডে নেই এই মিডফিল্ডারের নাম। তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলা ফরোয়ার্ডদের পারফর্মেন্স মনে ধরেছে এই বেলজিয়ান কোচের। হোম ম্যাচের দল থেকে একাধিক কিছু পরিবর্তন আসবে এই দলে- এমন আভাসই দিয়েছেন তিনি। দলের ক্যাম্প হয়েছে রাজধানীর একটি হোটেলে। গত শনিবার প্রাথমিক দলের ৩৩ ফুটবলারকে দলের ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করার কথা থাকলেও রিপোর্ট করেন মাত্র ২০ জন। বাকি ১৩ জন ছিলেন অনুপস্থিত। কারণ সিলেটে চট্টগ্রাম আবাহনীর ম্যাচ ছিল শনিবার রাতে। আর চট্টগ্রাম আবাহনীর আট খেলোয়াড় রয়েছেন প্রাথমিক দলে। এছাড়া সিলেট থেকে সকালে ঢাকা রওনা দেন আরও ক’জন ফুটবলার। সর্বশেষ খবর হচ্ছে চট্টগ্রাম আবাহনীর আট খেলোয়াড় যোগ দিয়েছেন ক্যাম্পে। তবে চোটের কারণে ছিটকে গেছেন দু’জন। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় গোলরক্ষক আবাহনী লিমিটেডের শহীদুল আলম সোহেল এবং সোমবার রিক্সা দুর্ঘটনার কারণে মিডফিল্ডার রহমতগঞ্জের দিদারুল আলম। সোহেলের পরিবর্তে দলে ঢুকেছেন আরেক গোলরক্ষক মামুন খান। সেক্ষেত্র প্রাথমিক দল এখন ৩২ জনের। ফুটবল দলের মূল সমস্যাটা আসলে কোথায়? সাম্প্রতিক সময়ে ফুটবল অনুসরণ করা যে কেউ উত্তর দেবেন- গোল না করতে পারাটাই হচ্ছে এই দলের আসল সমস্যা। অবিশ^াস্য হলেও সত্য- ভুটানের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হোমগ্রাউন্ডে একটি-দুটি নয়, ২২টি গোলের সুযোগ মিস করেছেন ফরোয়ার্ডরা! ভাবা যায়! অথচ তাদের নিয়েই কোচ যে কিভাবে ভরসা খুঁজে পান, সেটা তিনিই ভাল জানেন। সেইন্টফিট এ প্রসঙ্গে বলেন, ‘আমি বিপিএল দেখছি। ওরা নিয়মিত গোল করতে পারছে। রনি গত ৩ ম্যাচে ২ গোল করেছে। এমিলি ফর্মে ফিরছে, এনামুলকে আমি মাঝমাঠে খেলালেও তার গোল করার দক্ষতা আছে।’ ভুটানের বিপক্ষে জিততে না পারলেও মাঠের খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ- এমনটাই যুক্তি কোচের। তাই দলে সর্বোচ্চ আসতে পারে দুই থেকে তিনটি পরিবর্তন, ‘আমি সর্বোচ্চ তিনটি পরিবর্তন করতে যাচ্ছি। হেমন্ত বিপিএলে দুর্দান্ত খেলেছে, আর জামাল ভুঁইয়া তার ক্লাবে আক্রমণভাগে খেলেন। আমার মূলত দরকার ডিফেন্সিভ মিডফিল্ডার। তাই জামাল আমার পরিকল্পনায় নেই।’ তবে ম্যাচের মাত্র ২ দিন আগে ভুটান যাওয়া নিয়ে অখুশি টম। প্রায় অর্ধেক তাপমাত্রা ও টার্ফে খেলাটা কঠিনই হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘দল নিয়ে তেমন চিন্তিত নই। একটাই দুশ্চিন্তা, ছেলেরা সেখানে গিয়ে মানিয়ে নিতে পারবে কি না! ১৭ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াস সেখানে আর এখানে এখন তাপমাত্রা ৩৪ থেকে ৩৫!’ ৭ অক্টোবর সকালে ভুটানের উদ্দেশে রওনা হবে সেইন্টফিট শিষ্যরা। তার দু’দিন আগে ঘোষণা হবে চূড়ান্ত দল। দল ঘোষণার আগে ফুটবলারদের শাণিয়ে নিয়ে প্রস্তুত করে তুলছেন তিনি। চলছে কঠোর অনুশীলন কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। যেহেতু সামনে বাংলাদেশের এ্যাওয়ে ম্যাচ, তাই এটা নিয়েই বেশি কাজ করছেন টম। গত ৭ সেপ্টেম্বর নিজ মাঠে গোলশূন্য ড্র করায় দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এখন ফিরতি ম্যাচ গোলশূন্য ড্র হলে ভাগ্য নির্ধারিত হবে পেনাল্টি শূটআউটে। তবে ১-১ বা যে কোন ব্যবধানে ড্র হলে বাইরের মাঠে গোল করার সুবাদে জয়ী বলে ঘোষিত হবে লাল-সবুজরা। যেহেতু এ্যাওয়ে ম্যাচের দু’দিন আগে ভুটানে যাবে দল, তাই ২৩ সদস্যের স্কোয়াডে তিন গোলরক্ষক অবশ্যই থাকবে বলে জানিয়েছেন সেইন্টফিট। কারণ অনুশীলনে গোলরক্ষকদের ইনজুরিতে পড়ার আশঙ্কা থাকে।
×