ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বক্তৃতা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:১৩, ৩ অক্টোবর ২০১৬

বক্তৃতা প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২ অক্টোবর ॥ জাতীয় বিদ্যুত সপ্তাহ-২০১৬ উপলক্ষে জয়পুরহাট বিদ্যুত বিভাগের আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা জয়পুরহাট শিশু একাডেমি মিলনায়তনে রবিবার অনুষ্ঠিত হয়। জেলার ৫টি উপজেলা পর্যায়ে বিজয়ী ১৫ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা বিষয়ভিত্তিক এ বক্তৃতা প্রতিযোগিতায় উপজেলার নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। অবশেষে স্বামীর অধিকার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ অক্টোবর ॥ ফের বিয়ের মধ্য দিয়ে ইয়াসমিন ফিরে পেল তার স্বামী-সংসারের অধিকার। তেমনি তার অনাগত সন্তান পরিচয় পেল পিতার। রবিবার দুপুরে টিয়াখালী ইউনিয়ন পরিষদে দুই পরিবারের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমুর উদ্যোগে ইয়াসমিনের অধিকার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। সংরক্ষিক মহিলা মেম্বার খাদিজা বেগমও বিষয়টি সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জানা গেছে, ঢাকার কবি নজরুল ইসলাম কলেজের দর্শন বিভাগের ছাত্র রাসেলের সঙ্গে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের ইউসুফ মুসল্লির মেয়ে ইয়াসমিনের মোবাইলে সখ্য গড়ে ওঠে।
×