ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ইরাদের বিরুদ্ধে আরেক মামলা

প্রকাশিত: ০৫:৩৪, ৩ অক্টোবর ২০১৬

প্রধানমন্ত্রীকে হত্যার  হুমকি দেয়ার অভিযোগে ইরাদের বিরুদ্ধে  আরেক মামলা

কোর্ট রিপোর্টার ॥ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ঢাকা সিএমএম আদালতে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলার বাদী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মশিউর মালেক। বাংলাদেশ দ-বিধির ১২৪(ক) ধারায় রাষ্ট্রদ্রোহিতা, ৫০৬ ধারায় হত্যার হুমকি এবং ৫০১ ধারায় মানহানির অভিযোগে বৃহস্পতিবার মামলাটি দায়ের হয় বলে গতকাল জানা যায়। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ মাজহারুল ইসলাম শুনানি শেষে রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকায় গুলশান থানার ওসিকে সরকারের অনুমতি গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ইসমাইল মোঃ গোলাম রসুল একই অভিযোগে ইরাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে এই ইরাদ সিদ্দিকী।
×